Okinawa: 2021-এ এক লক্ষ ই-স্কুটার বেচে নজির ওকিনাওয়ার, ভারতে তৈরি গাড়ির বিক্রি সর্বাধিক

By :  SHUVRO
Update: 2021-12-21 12:50 GMT

চলতি বছরে প্রথাগত পেট্রোল-ডিজেল চালিত গাড়ি সংস্থাগুলির খুব সুখকর অভিজ্ঞতা না হলেও,২০২১-এর মতো পয়মন্ত বছর বিদ্যুৎচালিত গাড়ি সংস্থাগুলি এর আগে কখনও পায়নি। অগ্নিমূল্য তেলের বদান্যতায় এ বছর দেশে সর্বোচ্চ সংখ্যায় বৈদ্যুতিক যানবাহন বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারী ওকিনাওয়া (Okinawa) ঘোষণা করেছে যে, ২০২১-এ তারা কম ও বেশি গতিসম্পন্ন মডেল মিলিয়ে ভারতের বাজারে মোট ১ লক্ষ ই-স্কুটার বিক্রি করেছে।

ওকিনাওয়া বলেছে, আইপ্রেইজ প্লাস (iPraise Plus) এবং আইপ্রেইজ প্রো (iPraise Pro) মডেল ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারকে তাদেরকে নয়া নজির গড়তে সাহায্য করেছে। এগুলি সম্পূর্ণরূপে ভারতে তৈরি। ওকিনাওয়ার তরফে আরও জানানো হয়েছে, ১ লক্ষ সেলস মাইলস্টোনের মধ্যে ৬৫-৭০ শতাংশ অবদান ওই ই-স্কুটারগুলির।

শহর, মফস্বলের পাশাপাশি গ্রামে ব্যবসার পরিধি বাড়ানোর মাধ্যমে ওকিনাওয়া সাফল্য অর্জন করতে পেরেছে। ভারতে বর্তমানে সংস্থাটির চারশোর উপরে ডিলারশিপ রয়েছে। মেট্রো শহরগুলির পাশাপাশি টিয়ার-১, টিয়ার-২, টিয়ার-৩ শহর এবং গ্রাম্য এলাকাতেও ওকিনাওয়ার ডিলারশিপ খুলেছে। পূর্বে ওকিনাওয়া গ্যালাক্সি (Okinawa Galaxy) বলে একটি অত্যাধুনিক এক্সপেরিয়েন্ট সেন্টার উত্তরাখন্ডে চালু করেছিল তারা। আগামী ক'বছরের মধ্যে দেশে এরকম পঞ্চাশটির বেশি বিশ্বমানের এক্সপেরিয়েন্ট সেন্টার খোলার লক্ষ্য নিয়েছে ওকিনাওয়া।

এক লক্ষ ইলেকট্রিক স্কুটার বিক্রির নজির গড়ার প্রসঙ্গে ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech)-এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর জিতেন্দর শর্মা (Jitendar Sharma) বলেন, "আমরা অভিভূত। যারা ওকিনাওয়ার প্রতি বিশ্বাস রেখেছেন এবং এই মাইলফলক অর্জনে আমাদেরকে সহায়তা করেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিভিন্ন নতুন আকর্ষণীয় পণ্য লঞ্চ ও গ্রাহকদের সেবা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

Tags:    

Similar News