OnePlus: ওয়ানপ্লাস ব্যবহার করেন? এখনই আপডেট করিয়ে নিন, নাহলে সমস্যায় পড়তে পারেন
আমাদের শরীর অসুস্থ হলে যেমন ওষুধ নিতে হয়। ঠিক তেমনই নিজের শখের স্মার্টফোনে অভ্যন্তরীণ কোনও সমস্যা মেটাতে প্রয়োজন হয় সফটওয়্যার আপডেটের। তবে শুধুমাত্র ত্রুটি মেটানো নয়, নিরাপত্তা ব্যবস্থা উন্নত ও নতুন ফিচার্স আনার কাজ করে এই আপডেট। তেমনই উদ্দেশ্য নিয়ে ওয়ানপ্লাস খুব সম্প্রতি তাদের জনপ্রিয় দুই ফোনে নতুন সফটওয়্যার ভার্সন ছেড়েছে।।
তিন বছর আগে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ৯ এবং ওয়ানপ্লাসে ৯ প্রো মডেলে যে নতুন আপডেট এসেছে তার নাম হল অক্সিজেনওএস ১৪.০.০.৭০১। ফ্ল্যাগশিপ বলেই এত পুরনো ফোনে তড়িঘড়ি সফটওয়্যারটি রোলআউট করেছে সংস্থা। বর্তমানে ছোট ছোট ব্যাচে ভারত ও ইউরোপে ওয়ানপ্লাস ৯ সিরিজে আপডেট পাঠানো হচ্ছে। খুব তাড়াতাড়ি সমস্ত ব্যবহারকারী এটি পেয়ে যাবেন বলে আশা করা যায়।
ওয়ানপ্লাস ৯/৯ প্রো'র নতুন আপডেট যে সব পরিবর্তন আনল
সিস্টেম
- লক স্ক্রিন ক্লক: নতুন আপডেট ওয়ানপ্লাস ৯ ও ৯ প্রো ফোনের লক স্ক্রিনে অবস্থিত ঘড়ির জন্য একটি আনুভূমিক লেআউট তৈরি করেছে।
- লক স্ক্রিন প্যাটার্ন: প্রাইভেসি বজায় রাখতে লক স্ক্রিনে প্যাটার্ন আঁকার সময় সেটি লুকানোর বিকল্প মিলবে এই নতুন আপডেটে।
- ভলিউম অ্যাডজাস্টমেন্ট: সাউন্ড বাড়ানো ও কমানোর সুবিধার লক্ষ্যে কুইক সেটিংসে নতুন অপশন যোগ করা হয়েছে।
- সিকিউরিটি প্যাচ: ম্যালওয়্যার-ভাইরাস তথা সাইবার হানা থেকে রক্ষা করতে জুন মাসের সিকিউরিটি প্যাচ দিয়ে সিস্টেমের নিরাপত্তা আরও জোরদার করেছে ওয়ানপ্লাস।।
- সিস্টেম স্টেবিলিটি: বয়স বাড়ার সাথে সাথে ফোনের সিস্টেমের স্থায়িত্বে প্রভাব পড়তে শুরু করে। নতুন আপডেটে সেই বিষয়ে নজর রেখে ইমপ্রুভমেন্ট আনা হয়েছে।
- বাগ ফিক্স: হোম স্ক্রিন ও রিসেন্ট টাস্ক স্ক্রিনে আইকন ওভারল্যাপিং এবং বারবার কুইক সেটিংসে ভলিউম স্লাইডার ভেসে ওঠার পিছনে যে বাগ কাজ করছিল, তা দূর করা হয়েছে।
গেমিং ইমপ্রুভমেন্ট
- ব্ল্যাক স্ক্রিন: গেম খেলার সময় আচমকা স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার ঘটনা ঘটছিল৷ নতুন আপডেটে সেই সমস্যার সমাধান করা হয়েছে।
- গেমিং স্টেবিলিটি: গোটা সিস্টেমের মতো গেমিংয়ের স্টেবিলিটিও উন্নত হয়েছে।
কমিউনিকেশন ফিক্স
কল ভাইব্রেশন: ভলিউম লো থাকলেও ভাইব্রেট হওয়ার কারণে আমরা বুঝতে পারি ফোনে কল ঢুকছে। তবে কিছু ইউজার অভিযোগ করেছিলেন, ফোন নাকি ভাইব্রেট হচ্ছে না। ওয়ানপ্লাস ৯ ও ওয়ানপ্লাস ৯ প্রো-র কল ভাইব্রেশনের সেই ত্রুটিও মেটানো গিয়েছে।
প্রথমেই বলেছি, অক্সিজেনওএস ১৪.০.০.৭০১ ব্যাচ ধরে পাঠানো হচ্ছে। ফলে আপনার ফোনে এখনও ভার্সনটি না এলেও চিন্তা করার দরকার নেই। ঠিক সময়মতো আপডেট চলে আসবে৷ অথবা আপনি ম্যানুয়ালি ফোনের অ্যাবাউট ডিভাইস সেকশনে গিয়ে চেক করে নিতে পারেন।