OnePlus: ওয়ানপ্লাস ব্যবহার করেন? এখনই আপডেট করিয়ে নিন, নাহলে সমস্যায় পড়তে পারেন

By :  SHUVRO
Update: 2024-07-01 08:40 GMT

আমাদের শরীর অসুস্থ হলে যেমন ওষুধ নিতে হয়। ঠিক তেমনই নিজের শখের স্মার্টফোনে অভ্যন্তরীণ কোনও সমস্যা মেটাতে প্রয়োজন হয় সফটওয়্যার আপডেটের। তবে শুধুমাত্র ত্রুটি মেটানো নয়, নিরাপত্তা ব্যবস্থা উন্নত ও নতুন ফিচার্স আনার কাজ করে এই আপডেট। তেমনই উদ্দেশ্য নিয়ে ওয়ানপ্লাস খুব সম্প্রতি তাদের জনপ্রিয় দুই ফোনে নতুন সফটওয়্যার ভার্সন ছেড়েছে।।

তিন বছর আগে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ৯ এবং ওয়ানপ্লাসে ৯ প্রো মডেলে যে নতুন আপডেট এসেছে তার নাম হল অক্সিজেনওএস ১৪.০.০.৭০১। ফ্ল্যাগশিপ বলেই এত পুরনো ফোনে তড়িঘড়ি সফটওয়্যারটি রোলআউট করেছে সংস্থা। বর্তমানে ছোট ছোট ব্যাচে ভারত ও ইউরোপে ওয়ানপ্লাস ৯ সিরিজে আপডেট পাঠানো হচ্ছে। খুব তাড়াতাড়ি সমস্ত ব্যবহারকারী এটি পেয়ে যাবেন বলে আশা করা যায়।

ওয়ানপ্লাস ৯/৯ প্রো'র নতুন আপডেট যে সব পরিবর্তন আনল

সিস্টেম

  • লক স্ক্রিন ক্লক: নতুন আপডেট ওয়ানপ্লাস ৯ ও ৯ প্রো ফোনের লক স্ক্রিনে অবস্থিত ঘড়ির জন্য একটি আনুভূমিক লেআউট তৈরি করেছে।
  • লক স্ক্রিন প্যাটার্ন: প্রাইভেসি বজায় রাখতে লক স্ক্রিনে প্যাটার্ন আঁকার সময় সেটি লুকানোর বিকল্প মিলবে এই নতুন আপডেটে।
  • ভলিউম অ্যাডজাস্টমেন্ট: সাউন্ড বাড়ানো ও কমানোর সুবিধার লক্ষ্যে কুইক সেটিংসে নতুন অপশন যোগ করা হয়েছে।
  • সিকিউরিটি প্যাচ: ম্যালওয়্যার-ভাইরাস তথা সাইবার হানা থেকে রক্ষা করতে জুন মাসের সিকিউরিটি প্যাচ দিয়ে সিস্টেমের নিরাপত্তা আরও জোরদার করেছে ওয়ানপ্লাস।।
  • সিস্টেম স্টেবিলিটি: বয়স বাড়ার সাথে সাথে ফোনের সিস্টেমের স্থায়িত্বে প্রভাব পড়তে শুরু করে। নতুন আপডেটে সেই বিষয়ে নজর রেখে ইমপ্রুভমেন্ট আনা হয়েছে।
  • বাগ ফিক্স: হোম স্ক্রিন ও রিসেন্ট টাস্ক স্ক্রিনে আইকন ওভারল্যাপিং এবং বারবার কুইক সেটিংসে ভলিউম স্লাইডার ভেসে ওঠার পিছনে যে বাগ কাজ করছিল, তা দূর করা হয়েছে।

গেমিং ইমপ্রুভমেন্ট

  • ব্ল্যাক স্ক্রিন: গেম খেলার সময় আচমকা স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার ঘটনা ঘটছিল৷ নতুন আপডেটে সেই সমস্যার সমাধান করা হয়েছে।
  • গেমিং স্টেবিলিটি: গোটা সিস্টেমের মতো গেমিংয়ের স্টেবিলিটিও উন্নত হয়েছে।

কমিউনিকেশন ফিক্স

কল ভাইব্রেশন: ভলিউম লো থাকলেও ভাইব্রেট হওয়ার কারণে আমরা বুঝতে পারি ফোনে কল ঢুকছে। তবে কিছু ইউজার অভিযোগ করেছিলেন, ফোন নাকি ভাইব্রেট হচ্ছে না। ওয়ানপ্লাস ৯ ও ওয়ানপ্লাস ৯ প্রো-র কল ভাইব্রেশনের সেই ত্রুটিও মেটানো গিয়েছে।

প্রথমেই বলেছি, অক্সিজেনওএস ১৪.০.০.৭০১ ব্যাচ ধরে পাঠানো হচ্ছে। ফলে আপনার ফোনে এখনও ভার্সনটি না এলেও চিন্তা করার দরকার নেই। ঠিক সময়মতো আপডেট চলে আসবে৷ অথবা আপনি ম্যানুয়ালি ফোনের অ্যাবাউট ডিভাইস সেকশনে গিয়ে চেক করে নিতে পারেন।

Tags:    

Similar News