দেখতে অবিকল iPhone 12, কেমন ফিচার থাকছে Oppo-র নতুন স্মার্টফোনে

By :  SUMAN
Update: 2024-07-23 12:56 GMT

ওপ্পো ভারতীয় বাজারে একটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে, যার নাম ওপ্পো এ৩এক্স। ডিভাইসটির সম্পর্কে ধীরে ধীরে নানা তথ্য সামনে আসতে শুরু করেছে। ফোনটি এখন চীনের এমআইআইটি সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছে। যেখান থেকে এটির ডিজাইনের পাশাপাশি স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন দেখে নিই, ওপ্পো এ৩এক্স কেমন দেখতে হবে ও কী কী অফার করবে।

ওপ্পো এ৩এক্স চীনা সার্টিফিকেশন প্ল্যাটফর্মটিতে 'পিকেএল১১০' মডেল নম্বরের সঙ্গে দেখা গিয়েছে। ফোনটির ডিজাইন অবিকল তিন বছর আগে লঞ্চ হওয়া আইফোন ১২-এর মতো। রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা বর্তমান। এটি মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।

এমআইআইটি সার্টিফিকেশন অনুযায়ী, ফোনটি ৬ জিবি, ৮ জিবি, ও ১২ জিবি র‍্যাম অপশনে আসবে। সর্বোচ্চ ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকার সম্ভাবনা। এতে ৪৯৭০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৫,০০০ এমএএইচ হিসাবে বাজারজাত করা হবে। উল্লেখ্য, আগে দাবি করা হয়েছিল যে, এটির ব্যাটারি ক্যাপাসিটি ৫,১০০ এমএএইচ হবে।

ওপ্পো এ৩এক্স ফোনটি ৭.৬৮ মিমি পাতলা হবে। ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। এটি আইপি৬৪ ওয়াটার রেজিট্যান্স রেটিং সহ আসবে। ফোনের ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কালার অপশন থাকবে চারটি - পার্পল, স্পার্কেল, ব্ল্যাক, ও স্টারলাইট হোয়াইট। ডিভাইসটির সম্পর্কে আপাতত এই তথ্যগুলি সামনে এসেছে।

Tags:    

Similar News