কন্টেন্ট ক্রিয়েটর ও ফটোগ্রাফারদের জন্য Panasonic লঞ্চ করল Lumix G97 ক্যামেরা, দাম ও ফিচার দেখে নিন
দেশে নতুন ক্যামেরা লঞ্চ করল প্যানাসনিক। বাজারে এল Lumix G97 ক্যামেরা। ফটোগ্রাফার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একগুচ্ছ ফিচার রয়েছে এতে। করা যাবে 4K ভিডিয়ো রেকর্ডিং।
Panasonic Lumix G97 ক্যামেরা লঞ্চ হল বাজারে। ফটোগ্রাফার ও উঠতি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য গুচ্ছের ফিচার নিয়ে হাজির হয়েছে এই ক্যামেরা। এতে করা যাবে 4K ভিডিয়ো রেকর্ডিং, ভার্টিকাল ভিডিয়ো রেকর্ডিং। কম্প্যাক্ট ডিজাইন ও ফিচারের মিশ্রণ, ক্যামেরাটিকে দারুন বিকল্প করে তুলতে পারে প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য।
Panasonic Lumix G97 : ফিচার ও স্পেসিফিকেশন
দেশে বাড়ছে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা। কিন্তু একটি ভালো কন্টেন্ট তৈরি করার জন্য চাই ভালো ক্যামেরা। যা দর্শকদের নজর কাড়তে সাহায্য করবে। প্যানাসনিকের নতুন ক্যামেরা কন্টেন্ট ক্রিয়েটরদের চাহিদা মেটাবে। আবার ইন্সটাগ্রাম ও ফেসবুকে ভার্টিকাল ভিডিয়ো আপলোডের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে। প্যানাসনিকের এই ক্যামেরাতে পোস্ট প্রোডাকশন ক্রপিং ছাড়াই ভার্টিকাল ভিডিয়ো রেকর্ড করা যাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য।
এতে রয়েছে ২০.০৩ মেগাপিক্সেল CMOS সেন্সর। হাই-পারফরম্যান্স ইমেজ প্রসেসর রয়েছে এতে। শুটিংয়ের পর নূন্যতম এডিটিং করেই কন্টেন্ট আপলোড করা যাবে। অ্যাডজাস্ট করা যাবে কালার সেটিং। পাশাপাশি যারা রিয়েল টাইমে লাইভ ভিউ ক্যাপচার করতে চান, যেখানে একাধিক বিষয়বস্তু জড়িত থাকে, তাদের জন্য কার্যকর হতে পারে ক্যামেরাটি।
এতে 4K 30fps ভিডিয়ো রেকর্ডিং করা যাবে। পাবেন 4X স্পিডে স্লো মোশন এবং 8X HD কুইক মোশন প্রযুক্তি। সাউন্ডের জন্য বিশেষ হেডফোন ও মাইক্রোফোন রয়েছে এতে। এছাড়া পাওয়া যাবে 1,840K ডট ফ্রি এলসিডি ও OLED লাইভ ভিউ ফাইন্ডার, USB টাইপ সি চার্জিং, ব্লুটুথ 5.0 এবং WiFi কানেক্টিভিটি।
Panasonic Lumix G97 : দাম
ভারতে ফেব্রুয়ারি 2025 থেকে বিক্রি শুরু হবে এই ক্যামেরার। 12-60 মিলিমিটার লেন্স কিট-সহ প্যানাসনিকের ক্যামেরার দাম 84,990 টাকা। 14-140 মিলিমিটার লেন্স কিট-সহ ক্যামেরাটির দাম 94,990 টাকা। প্যানেসনিকের স্টোর এবং কোম্পানির ওয়েবসাইট থেকে এটি কেনা যাবে।