Realme Dizo ফিচার ফোনের টিজার এল সামনে, দুর্দান্ত ডিজাইন সহ থাকবে গোলাকার ক্যামেরা সেটআপ

By :  PUJA
Update: 2021-07-04 07:41 GMT

গত সপ্তাহেই ভারতে দুটি অডিও প্রোডাক্ট লঞ্চ করেছে Realme-র সাব ব্র্যান্ড Dizo। তবে এখানেই যে তারা থেমে থাকতে চায় না তার প্রমাণস্বরূপ, সাব ব্র্যান্ডটি সম্প্রতি একটি ফিচার ফোনের টিজার শেয়ার করেছে। এই ফোনে একটি রিয়ার ক্যামেরা থাকবে। এছাড়াও টিজার থেকে জানা গেছে, ফোনটি দুর্দান্ত ডিজাইন ও ফিচার সহ আসবে।

Realme Dizo আনছে নতুন feature Phone

ডিজো-র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে ফিচার ফোনটির ব্যাক প্যানেলের ছবি প্রকাশ করা হয়েছে। ছবি থেকে স্পষ্ট ফোনটির ক্যামেরা মডিউলের ডিজাইন OnePlus 7T এর মত হবে। এই ক্যামেরা মডিউলে একটি ক্যামেরা সেন্সর থাকবে।

https://twitter.com/DIZOTech/status/1410925114019827720

Dizo Star 300 ও Dizo Star 500 ফিচার ফোন কে দেখা গিয়েছিল FCC সার্টিফিকেশন সাইটে

গতমাসের শুরুতে ডিজো স্টার ৩০০ ও ডিজো স্টার ৫০০ ফিচার ফোনকে আমেরিকার FCC সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এরমধ্যে ডিজো স্টার ৩০০ ফোনে ২,৫০০ এমএএইচ ব্যাটারি ও ছোট ডিসপ্লে থাকবে। আবার এতে মাইক্রো-এসডি কার্ড স্লট এবং ডুয়েল সিম সাপোর্ট করবে।

অন্যদিকে ডিজো স্টার ৫০০ ফোনে পাওয়া যাবে ডুয়েল সিম কানেক্টিভিটি, 2G অনলি নেটওয়ার্ক, মাইক্রো-এসডি কার্ড স্লট এবং ১,৮৩০ এমএএইচ ব্যাটারি।

এছাড়াও Dizo Star 300 ও Dizo Star 500 ফিচার ফোনের গোলাকার ক্যামেরা মডিউলের মধ্যে LED ফ্ল্যাশ থাকবে। দুটি ফোনের সামনে-পিছনে দেখা যাবে DIZO ব্র্যান্ডিং।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News