Realme GT 2 Series: রিয়েলমির প্রথম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন 4 জানুয়ারি লঞ্চ হচ্ছে, রইল সমস্ত খুঁটিনাটি তথ্য

By :  SHUVRO
Update: 2021-12-22 06:15 GMT

২০২১-এ নয়, শেষ পর্যন্ত ২০২২-এর ঘরে পা রেখেই আত্মপ্রকাশ করবে রিয়েলমির প্রথম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 2 সিরিজ। রিয়েলমি তাদের ওয়েইবো অ্যাকাউন্টের মাধ্যমে স্মার্টফোনপ্রেমীদের উদ্দেশ্যে জানিয়েছে যে, Realme GT 2 সিরিজের স্মার্টফোনগুলি জানুয়ারির ৪ তারিখে সন্ধ্যা ৭.৩০টায় (ভারতীয় সময় বিকাল ৫টা) চীনে লঞ্চ করা হবে।

আবার বিশ্ববাজারেও ওই দিন সকাল ১১.৩০এ (ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেটেড) অর্থাৎ একই সময়ে Realme GT 2 সিরিজের গ্লোবাল লঞ্চ হবে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, Realme GT 2 সিরিজে কতগুলি হ্যান্ডসেট আসবে, তা এখনও খোলাখুলি জানায়নি সংস্থা। যদিও বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই লাইনআপের অধীনে Realme GT 2 Realme GT Pro বাজারে আসবে। ফোন দু'টির আনঅফিসিয়াল স্পেসিফিকেশনগুলি নীচে দেওয়া হল।

রিয়েলমি জিটি ২ স্পেসিফিকেশনস
(Realme GT 2 Specifications)

এটি Realme GT 2 সিরিজের বেস মডেল। এতে ৬.৬ ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি প্লাস রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। রিয়েলমি জিটি ২ এর ব্যাক প্যানেলে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ – ৫০ মেগাপিক্সেল মেন ক্যামেরা + ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা + ২ মেগাপিক্সেল ক্যামেরা। ডিসপ্লের পাঞ্চ-হোল কাটআউটের ভিতরে ১৬ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা পাওয়া যাবে।

Realme GT 2 গত বছরের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, রিয়েলমি জিটি ২ এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ডুয়েল স্পিকার, এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে আসতে পারে।

রিয়েলমি জিটি ২ প্রো স্পেসিফিকেশনস
(Realme GT 2 Pro Specifications)

Realme GT 2 সিরিজের অ্যাডভান্সড ভ্যারিয়েন্ট হল Realme GT 2 Pro। এটি রিয়েলমির প্রথম ফোন যাতে নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দেওয়া হয়েছে। রিয়েলমি জিটি ২ প্রো-র ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে কোয়াড এইচডি রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে। রিয়েলমি জিটি ২ প্রো সর্বোচ্চ ১২ জিবি র‌্যাম (LPDDR5) ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) কনফিগারেশনে আসতে পারে।

Realme GT 2 Pro-এর ব্যাক প্যানেলে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ – ওআইএস-সহ ৫০ মেগাপিক্সেল (Sony IMX766) প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং একটি টেলিফটো ক্যামেরা। আবার এতে স্ক্রিনের মধ্যে লুকানো সেলফি ক্যামেরা বা আন্ডার ডিসপ্লে সেল্ফি ক্যামেরা থাকবে বলেও জল্পনা শোনা যাচ্ছে।

Tags:    

Similar News