Realme GT ফোনে Realme UI 3.0 এর সঙ্গে Android 12 আপডেট এল

By :  SHUVRO
Update: 2022-01-01 14:48 GMT

নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই Realme GT ব্যবহারকারীদের জন্য চলে এল দারুণ একটি খবর৷ Realme GT এখন ভারতে Realme UI 3.0 আপডেট পেতে শুরু করেছে৷ সেই আপডেটে রিয়েলমির লেটেস্ট মোবাইল সফটওয়্যারের পাশাপাশি Android 12 অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন পাবেন Realme GT ব্যবহারকারীরা৷

উল্লেখ্য, স্টেবেল ভার্সন রিলিজ হওয়ার আগে এটি অনেকদিন ধরেই সংস্থার বিটা চ্যানেলে ছিল৷ Realme UI 3.0 আপডেটে নতুন ডিডাইনের ইন্টারফেস, যেমন নতুন আইকন, অ্যানিমেশন, এবং অলওয়েজ ইন ডিসপ্লেতে ইমপ্রুভমেন্ট দেখা যাবে৷ একইসাথে Realme GT ইউজারেরা Android 12-এর সমস্ত সিকিউরিটি ও প্রাইভেসি ফিচারের আপডেট পাবেন৷

রিয়েলমি তাদের অফিসিয়াল ফোরামে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, Android 12 নির্ভর Realme UI 3.0 স্টেবেল আপডেট এখন Realme GT স্মার্টফোনে রোলআউট করা চলছে৷ আপডেটের বিল্ড নম্বর RMX2202_11_C.05 এবং সাইজ ১৯৪ এমবি৷ যারা Realme UI 3.0-এ ডিভাইস আপডেট করবে, তারা অপ্টিমাইজড অটোমেটিক স্ক্রিন ব্রাইটনেসের সুবিধা নিতে পারবে৷ আবার ক্যামেরা ইন্টারফেস কাস্টোমাইজ করার সুবিধা মিলবে৷

উল্লেখ্য, প্রথমে চীনে এবং তারপর গত বছরের অগস্টে ভারতে লঞ্চ হয়েছিল Realme GT ৷ এতে ৬.৪ ইঞ্চি ১২০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ৬৪+৮+২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে৷

Tags:    

Similar News