Realme Summer Sale: অনেক কম দামে কিনুন Realme GT 6, Realme 12 Pro সহ অনেক ফোন

By :  SUPARNA
Update: 2024-07-19 04:15 GMT

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির পাশাপাশি টেক ব্র্যান্ড রিয়েলমি -ও সেলের ঘোষণা করেছে। এক্ষেত্রে 'রিয়েলমি সামার সেল' ইতিমধ্যেই শুরু হয়েছে, যা ২৫শে জুলাই পর্যন্ত চলবে। এই সেলের লাভ আপনারা সংস্থার ওয়েবসাইট (রিয়েলমি.কম) -এর পাশাপাশি রিটেল পার্টনার ফ্লিপকার্ট এবং অ্যামাজনের মাধ্যমে ওঠানো যাবে। সেলে স্মার্টফোনের সাথে একাধিক প্রোডাক্ট বাম্পার ডিসকাউন্টের সাথে কেনা যাবে। নীচে রিয়েলমি সামার সেলের কয়েকটি সেরা ডিল সম্পর্কে আলোচনা করা হল।

রিয়েলমি সামার সেলের অফার

রিয়েলমি জিটি ৬টি ফোনের প্রত্যেকটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৩২,৯৯৯ টাকা। কিন্তু এটি ফ্লাট ৪,০০০ টাকা ব্যাঙ্ক অফারের সাথে মাত্র ২৮,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে ১২ মাসের নো-কস্ট ইএমআই বিকল্প এবং ২,০০০ টাকার এক্সচেঞ্জ অফারের সুবিধা পাওয়া যাবে। একইভাবে, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশন ৩৫,৯৯৯ টাকার পরিবর্তে ৩১,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আর হাই-এন্ড ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৩৫,০০০ টাকায় কেনা যাবে। এর আসল দাম ৩৯,৯৯৯ টাকা। এই ডিল ১৮ই জুলাই থেকে ২৪শে জুলাই পর্যন্ত অ্যামাজন এবং সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে উপলব্ধ থাকবে।

রিয়েলমি ১২ প্রো+ ৫জি ফোনের সাথে দারুন অফার দেওয়া হচ্ছে। এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা, কিন্তু সেলে ৩১,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এর সাথে ৩,০০০ টাকা কুপন ডিসকাউন্ট মিলবে। সাথে ব্যাঙ্ক রেকর্ড অফার অথবা ৩,০০০ টাকার এক্সচেঞ্জ অফারের এবং ৯ মাসের নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধা মিলবে। ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেল অনুরূপ ডিলের সাথে ৩০,৯৯৯ টাকায় কেনা যাবে। এই অফারের লাভ ১৯শে জুলাই থেকে ২৫শে জুলাই পর্যন্ত ফ্লিপকার্ট এবং সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে ওঠানো যাবে।

নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে যাদের বাজেট কম তারাও একাধিক ডিল অ্যাক্সেস করতে পারবেন। রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। এটি ৩,০০০ টাকার ডিসকাউন্ট কুপনের সাথে ১৭,৪৯৯ টাকায় কেনা যাবে। সাথে ব্যাঙ্ক কার্ড অফার অথবা ১,৫০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৩ মাসের নো-কস্ট ইএমআই বিকল্পের সাথে মিলবে। আবার ২২,৯৯৯ টাকা দামের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ২২,৯৯৯ টাকায় এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প ১৯,৯৯৯ টাকায় বিক্রি করা হবে।

রিয়েলমি জিটি ৬ স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম সেলে ৪০,৯৯৯ টাকা থেকে কমে ৩৬,৯৯৯ টাকা হয়ে যাবে। এই দামের মধ্যে ৪,০০০ টাকার ব্যাঙ্ক অফার অথবা ৪,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস অফার অন্তর্ভুক্ত থাকবে। সাথে ১২ মাসের নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধাও পাওয়া যাবে। এছাড়া ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটি যথাক্রমে ৩৮,৯৯৯ টাকা ও ৪০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত থাকবে।

৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন সেলে ১৬,২৪৯ টাকায় বিক্রি হচ্ছে। এই দামের মধ্যে - ৩,০০০ টাকা কুপন ডিসকাউন্ট, ৭৫০ টাকার ব্যাঙ্ক কার্ড অফার এবং ২,০০০ ভিপিসি ডিসকাউন্ট অন্তর্ভুক্ত থাকবে। এই ভ্যারিয়েন্টের আসল দাম ২১,৯৯৯ টাকা। আর ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্প ১৫,২৪৯ টাকায় পাওয়া হবে।

নারজো ৭০ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ১৯,৯৯৯ টাকা। তবে ১৮ তারিখ থেকে এটি ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে।

আবার রিয়েলমি সি-সিরিজ হ্যান্ডসেটও সেলে কম দামে কেনা যাবে। রিয়েলমি সি৬১ ফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৮,৯৯৯ টাকার পরিবর্তে ৮,০৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে ৯০০ টাকা ব্যাঙ্ক কার্ড অফার মিলবে৷ এদিকে রিয়েলমি সি৬৫ মডেলের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৪৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। যা সেলে ১,০০০ টাকা ডিসকাউন্টের সাথে মাত্র ১১,৪৯৯ টাকায় অফার করা হবে।

মোবাইলের পাশাপাশি রিয়েলমি বাডস এয়ার ৫ এবং বাডস এয়ার ৫ প্রো সামার সেলে ডিসকাউন্টের সাথে তালিকাভুক্ত আছে। যার মধ্যে বাডস এয়ার ৫ ৩,৬৯৯ টাকার পরিবর্তে ২,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার 'প্রো' সংস্করণটি ৪,৯৯৯ টাকার বদলে ৪,২৯৯ টাকায় মিলবে।

Tags:    

Similar News