স্ন্যাপড্রাগন নয়, Redmi Note 14 Pro+ লঞ্চ হতে পারে Dimensity 7350 চিপসেটের সঙ্গে

রেডমি তাদের পরবর্তী প্রজন্মের নোট সিরিজের ডিভাইসগুলি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এখন এই সিরিজের প্রো প্লাস মডেলটির সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।

Update: 2024-07-29 10:52 GMT

রেডমি চীনা মার্কেটের জন্য রেডমি নোট ১৪ সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। কোম্পানি সম্ভবত ডিভাইসটিকে আগস্ট বা সেপ্টেম্বরে লঞ্চ করবে। চলতি মাসের শুরুতে এক সুপরিচিত টিপস্টার সোশ্যাল মিডিয়ায় রেডমি নোট ১৪ প্রো ফোনের ডিজাইন প্রকাশ করেছিলেন। টিপস্টার এর আগে জানিয়েছিলেন যে ফোনটিতে আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসরটি ব্যবহৃত হবে। আর এখন ওই একই টিপস্টার রেডমি নোট ১৪ প্রো প্লাস মডেলটির সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।

রেডমি নোট ১৪ প্রো প্লাস ফোনের প্রধান বৈশিষ্ট্য

ডিজিটাল চ্যাট স্টেশন (ডিসিএস) তার ওয়েইবো পোস্টে নাম উল্লেখ না করে একটি আসন্ন ফোনের সর্ম্পকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তবে, মনে করা হচ্ছে যে তিনি নোট ১৪ সিরিজের স্মার্টফোনগুলির মধ্যে কোনও একটির সম্পর্কে কথা বলতে পারেন। যেহেতু ডিসিএস ডিভাইসটিকে পোস্টে একটি "সুপার কাপ" বলে বর্ণনা করেছেন, তাই মনে করা হচ্ছে যে তিনি রেডমি নোট ১৪ প্রো প্লাস সম্পর্কে কথা বলতে পারেন।

তার পোস্ট অনুসারে, রেডমি নোট ১৪ প্রো প্লাস ফোনে ১.৫কে রেজোলিউশনের কার্ভড-এজ ওলেড প্যানেল থাকতে পারে। ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ উপবৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে। জানিয়ে রাখি, রেডমি নোট ১৪ প্রো ফোনের ডিজাইন স্কিম্যাটিক প্রকাশ করেছে যে এটি একটি স্কোয়ারিকল ক্যামেরা মডিউল হতে পারে।

টিপস্টার দাবি করেছেন যে, রেডমি নোট ১৪ প্রো প্লাস নিরাপত্তার জন্য একটি প্লাস্টিকের ফ্রেম এবং একটি অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসবে। প্রো প্লাস মডেলটিতে ৩ গিগাহার্টজ প্রধান ফ্রিকোয়েন্সি সহ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির দ্বিতীয়-প্রজন্মের ৪ ন্যানোমিটার প্রক্রিয়া ব্যবহার করে নির্মিত ডাইমেনসিটি চিপসেট থাকবে। তিনি কমেন্ট সেকশনে বলেছেন যে, সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৫০ চিপসেট ডিভাইসটিকে শক্তি জোগাবে৷ এটি সেই একই প্রসেসর, যা আগামী ৩১ জুলাই ভারতে লঞ্চ হতে চলা নাথিং ফোন (২এ) প্লাসে ব্যবহৃত হবে বলে জানা গেছে।

Tags:    

Similar News