Redmi Note 9S ও Redmi 10X Pro 5G ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, এল অ্যান্ড্রয়েড ১১ আপডেট

By :  PUJA
Update: 2021-05-15 04:57 GMT

Redmi 10X Pro 5G এবং Redmi Note 9S ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! গত বছর লঞ্চ হওয়া এই দুটি ফোনে অ্যান্ড্রয়েড ১১ (Android 11) আপডেট আসতে শুরু করেছে। এই ফোন দুটি অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১১ কাস্টম ওএস সহ বাজারে এসেছিল। এরপর ফোন দুটি এমআইইউআই ১২ আপডেট পেয়েছিল। এবার রেডমি ১০এক্স প্রো ৫জি ও রেডমি নোট ৯এস এর জন্য অ্যান্ড্রয়েড ১১ রোল আউট করা হল।

Redmi 10X Pro 5G এর জন্য আসা এই আপডেটের বিল্ড নম্বর V12.0.2.0.RJLCNXM। এই বিল্ড আপাতত 'স্টেবল বিটা' ফেজে আছে। অর্থাৎ নির্বাচিত কিছু ফোনে প্রথমে আপডেট আসবে। এরপর ইউজাররা কোনো সমস্যার কথা না জানালে সবার জন্য আপডেট রোল আউট করা হবে।

Redmi 10X Pro 5G

অন্যদিকে Redmi Note 9S ফোনে V12.0.2.0.RJWMIXM বিল্ড নম্বর সহ অ্যান্ড্রয়েড ১১ আপডেট এসেছে। এই আপডেটটিও 'স্টেবল বিটা' ফেজে আছে। ফলে প্রথমে সমস্ত ইউজার আপডেটটি পাবে না। আবার যেহেতু ফোনটি বিভিন্ন মার্কেটে উপলব্ধ, তাই দেশ ভিত্তিক বিল্ড নম্বর ভিন্ন হতে পারে।

জানিয়ে রাখি ভারত সহ কিছু মার্কেটে Redmi Note 9S ফোনটি Redmi Note 9 Pro নামেও পরিচিত। এই ফোনে ২০২০ এর শেষের দিকে অ্যান্ড্রয়েড‌ ১১ আপডেট এসেছে। সেদিক থেকে রেডমি নোট ৯এস কিছুটা পরে এই আপডেট পেল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News