Samsung Galaxy M22 এর দাম লঞ্চের আগেই ফাঁস, ৪৮ এমপি ক্যামেরার ফোন কিনতে কত খসাতে হবে জানুন

By :  PUJA
Update: 2021-07-04 16:21 GMT

গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে Samsung Galaxy M22 যেকোনো মুহূর্তে লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই এই ফোনকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench-এ দেখা গেছে। আবার Samsung Galaxy M22 ফোনটি আমেরিকার FCC সার্টিফিকেশনও লাভ করেছে। যেখান থেকে সামনে এসেছে, এই ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করলেও, বক্সের মধ্যে ১৫ ওয়াট চার্জার থাকবে। এখন লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি এম২২ এর দাম ফাঁস হল।

Samsung Galaxy M22 এর দাম ফাঁস

কোম্পানির তরফে স্যামসাং গ্যালাক্সি এম২২ ফোনের বিষয়ে কিছু না জানানো হলেও, ইউরোপের এক রিটেল সাইট দাবি করেছে, এই ফোনটি ২৩৯.৯০ ইউরো (প্রায় ২১,২০০ টাকা) তে পাওয়া যাবে। এই মূল্য রাখা হবে স্যামসাং গ্যালাক্সি এম২২ এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের।

Samsung Galaxy M22 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

গিকবেঞ্চ থেকে জানা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি এম২২ ফোনটি মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। সাথে থাকবে ৪ জিবি র‌্যাম। আবার ফোনে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম থাকবে। অন্যদিকে FCC থেকে সামনে এসেছিল, স্যামসাং গ্যালাক্সি এম২২ ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং (9V, 2.77A) সাপোর্ট থাকবে। যদিও ফোনটির রিটেল বক্সে ১৫ ওয়াট ফাস্ট চার্জার (9V, 1.67A) পাওয়া যাবে।

আবার GalaxyClub-এর রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy M22 ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে- ব্ল্যাক, ব্লু, ও হোয়াইট। ফোনে ফটোগ্রাফির জন্য ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সেলফির জন্য এতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M22 ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News