আংটির জাদু দেখাবে স্যামসাং, Samsung Galaxy Ring 2 শীঘ্রই বাজারে আসছে, সাপোর্ট পেজ লাইভ হল
চলতি বছরের জুলাই মাসে স্মার্ট রিং সেগমেন্টে এন্ট্রি নিয়েছে স্যামসাং। সংস্থাটি Galaxy Ring এথ উপর থেকে পর্দা সরিয়েছে। শোনা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি এবার এর উত্তরসূরি হিসেবে Samsung Galaxy Ring 2 লঞ্চ করতে চলেছে। আজ আবার এই ডিভাইসের সাপোর্ট পেজ লাইভ হয়েছে। আশা করা হচ্ছে আগামী বছরের শুরুতে স্মার্ট রিংটি বাজারে আসবে।
স্যামসাংয়ের ওয়েবসাইট গ্যালাক্সি রিং 2 এর সাপোর্ট পেজ লাইভ হয়েছে। মাইস্মার্টপ্রাইস জানিয়েছে যে, সংস্থার ইউকে এবং সুইজারল্যান্ড ওয়েবসাইটে এখন গ্যালাক্সি রিং 2 এর সাপোর্ট পেজ উপলব্ধ। জানা গেছে গ্যালাক্সি রিং 2 ওয়্যারেবলটি দুটি ওয়েবসাইটে যথাক্রমে SM-Q514 ও SM-Q515 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও ওয়েবসাইট থেকে এর খুব বেশি ফিচার সামনে আসেনি। তবে রিংটি দুটি সাইজ ভ্যারিয়েন্টে আসবে।
Samsung Galaxy Ring 2 দুটি ভিন্ন সাইজে পাওয়া যাবেসাপোর্ট পেজ থেকে জানানো হয়েছে, নতুন গ্যালাক্সি রিং 2 সাইজ 14 এবং সাইজ 15 ভ্যারিয়েন্ট সহ লঞ্চ হবে। অর্থাৎ আরও বেশি ব্যবহারকারীদের টার্গেট করতে চলেছে স্যামসাং। নতুন স্মার্ট রিংয়ের সাপোর্ট পেজ অন্যান্য অনেক দেশেও লাইভ হয়েছে, যার মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, অস্ট্রেলিয়া, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড।
উল্লেখ্য, অক্টোবরে ভারতীয় বাজারে আসে Samsung Galaxy Ring। এটি তিনটি কালার অপশনে লঞ্চ হয়েছে - টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার এবং টাইটানিয়াম গোল্ড এবং সাইজ 5 থেকে সাইজ 13 পর্যন্ত মোট নয়টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই রিংটি কেনা যাবে 38,999 টাকায়।