Samsung Moohan XR: স্যামসাং লঞ্চ করল মোহন হেডসেট, টেক্কা দেবে অ্যাপলের ভিশন প্রো-কে

Samsung Unveils Moohan Android XR: মোহন এক্সআর হেডসেটে সার্কেল টু সার্চ, ভার্চুয়াল ডিসপ্লেতে ভিডিও এবং ফটো দেখা, গুগল টিভি, গুগল ফটোস, গুগল ক্রোমে ব্রাউজিং, লাইভ টেক্সট ট্রান্সলেশন এবং ইমার্সিভ ভিউ সাপোর্ট করে।

Update: 2024-12-13 19:15 GMT

Highlights

• স্যামসাংয়ের নতুন এই হেডসেটের নাম রাখা হয়েছে 'মোহন', কোরিয়ান ভাষায় যার অর্থ 'অসীম'।

• এটি গুগলের নতুন অ্যান্ড্রয়েড এক্সআর প্ল্যাটফর্মে চলে, যেখানে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক ফিচারের সাপোর্ট রয়েছে।

• স্যামসাং মোহন হবে অ্যান্ড্রয়েড এক্সআর-এ চালিত প্রথম ডিভাইস এবং আগামী বছর বাজারে পাওয়া যাবে

Samsung তাদের প্রথম এক্সটেন্ডেড রিয়েলিটি (XR) হেডসেট লঞ্চ করেছে, যার কোডনেম Moohan। ডিভাইসটিকে গুগলের নতুন Android XR অপারেটিং সিস্টেম লঞ্চের ইভেন্টে সামনে আনা হয়েছে। গুগলের এই ওএস মিক্সড রিয়ালিটি হেডসেট এবং অগমেন্টেড রিয়ালিটি (এআর) চশমার জন্য ডিজাইন করা হয়েছে। Moohan XR হেডসেটে গুগলের জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। অ্যাপলের ভিশন প্রো এবং মেটার কোয়েস্ট 3-এর সঙ্গে প্রতিযোগিতা করবে স্যামসাং মোহন।

Moohan XR হেডসেট: জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে

আগেই বলেছি স্যামসাংয়ের নতুন এই হেডসেটের নাম রাখা হয়েছে 'মোহন', কোরিয়ান ভাষায় যার অর্থ 'অসীম'। এটি গুগলের নতুন অ্যান্ড্রয়েড এক্সআর প্ল্যাটফর্মে চলে, যেখানে এআর, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক ফিচারগুলি সাপোর্ট করবে।

গুগল নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ ইভেন্টে জানিয়েছে, মোহন অ্যান্ড্রয়েড এক্সআর-এ চালিত প্রথম ডিভাইস হবে এবং আগামী বছর বাজারে পাওয়া যাবে, যদিও এই মুহুর্তে এর দাম সম্পর্কে কিছু বলা হয়নি। তবে বলার অপেক্ষা রাখে না যে এটি প্রিমিয়াম রেঞ্জে আসবে।

স্যামসাং মোহন হেডসেটের ফিচার

মোহন এক্সআর হেডসেটে অত্যাধুনিক ডিসপ্লে আছে এবং এতে পাসথ্রু ক্ষমতা (বাস্তব ও ভার্চুয়াল জগতের মধ্যে স্যুইচ) ও এবং মাল্টি-মোডাল ইনপুট সাপোর্ট করবে। এতে সার্কেল টু সার্চ, ভার্চুয়াল ডিসপ্লেতে ভিডিও ও ছবি দেখা, গুগল টিভি, গুগল ফটোজ, গুগল ক্রোমে ব্রাউজিং, লাইভ টেক্সট ট্রান্সলেশন এবং ইমার্সিভ ভিউ সাপোর্ট পাওয়া যাবে।

Tags:    

Similar News