বছরের শেষ Flipkart Big Saving Days সেলে 10 হাজার টাকার কমে বিক্রি হচ্ছে এই 5G ফোনগুলি
10 হাজার টাকার কমে 5G স্মার্টফোন - Samsung Galaxy A14 5G, Vivo T3 Lite 5G, Moto G35 5G, POCO C75 5G, Redmi 13C 5G
আপনি যদি নতুন বছরে 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন এবং বাজেট টাইট থাকে তাহলে Flipkart Big Saving Days Sale আপনার শখ পূরণ করবে। এই সেলে বিভিন্ন ব্র্যান্ডের 5G ডিভাইস অনেক কমে বিক্রি হচ্ছে। এই প্রতিবেদনে আমরা সেলে 10 হাজার টাকার কমে উপলব্ধ 5G ফোনের একটি তালিকা শেয়ার করবো। এদের মধ্যে থেকে আপনি সেরা মডেলটি বেছে নিতে পারবেন।
10 হাজার টাকার কমে 5G স্মার্টফোন
Samsung Galaxy A14 5G
ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে এই স্যামসাং ফোনের 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এয়ারটেল এবং ব্যাঙ্ক অফারের পরে 9,736 টাকায় কেনা যাবে। আবার এক্সচেঞ্জ বোনাসের সুবিধা নিয়েও এর দাম আরও কমানো যাবে। এই ফোনে আছে 6.6 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এক্সিনস 1330 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি।
Vivo T3 Lite 5G
এই ফোনের 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ব্যাঙ্ক অফারের পরে 9,499 টাকায় পাওয়া যাবে। এর সাথে এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে। এই ফোনে রয়েছে 6.56 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডাইমেনসিটি 6000 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি। ডিভাইসটি IP64 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে।
Moto G35 5G
ফোনের 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ব্যাঙ্ক অফারের পরে 9,499 টাকায় নিজের করা যাবে। এর সাথে রয়েছে এক্সচেঞ্জ অফারের সুবিধা। সংস্থার দাবি, 12টি 5G ব্যান্ড সহ এটি এই সেগমেন্টের দ্রুততম 5G ফোন। এতে রয়েছে 6.72 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ইউনিসক টি760 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি। এর ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।
POCO C75 5G
সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে পোকো C75 5G। এর 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ব্যাঙ্ক অফারের পরে 7,599 টাকায় সেলে তালিকাভুক্ত। এক্সচেঞ্জ বোনাসের সুবিধা নিয়ে এর দাম আরও কমানো যাবে। এই ডিভাইসে রয়েছে 6.88 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, স্ন্যাপড্রাগন 4s জেন 2 5G প্রসেসর এবং 5160mAh ব্যাটারি। মনে রাখবেন এই ফোনে শুধুমাত্র Jio-র 5G সিম চলবে।
Redmi 13C 5G
এই রেডমি ফোনের 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ব্যাঙ্ক অফারের পরে 8,311 টাকায় সেল থেকে কেনা যাবে। এক্সচেঞ্জ অফারের সুবিধাও রয়েছে। এই ফোনে পাওয়া যাবে 6.74 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর এবং 5000mAh ব্যাটারি।