সস্তায় Vivo Y29 5G দেবে 8 জিবি র্যাম, ভারতে লঞ্চের আগেই দাম সহ সেল অফার ফাঁস
Vivo Y29 5G ডিভাইসটি IP64 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং প্রাপ্ত হবে। এছাড়া এটি এসজিএস সার্টিফিকেশন এবং মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স রেটিং সহ আসবে।
শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Vivo Y29 5G। তবে লঞ্চের আগে এখন ফোনটির দাম ফাঁস হয়েছে। জানা গেছে এটি বাজেট রেঞ্জে আসবে। দামের পাশাপাশি Vivo Y29 5G এর সাথে পাওয়া ব্যাঙ্ক অফারের বিষয়েও জানা গেছে। এছাড়াও সামনে এসেছে যে ফোনটি চারটি ভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য ফাঁস হয়েছে দেখে নেওয়া যাক।
ভারতে Vivo Y29 5G এর দাম (লিক)
মাইস্মার্টপ্রাইস কে টিপস্টার সুধাংশু আম্ভোর ভিভো Y29 5G-র ভারতীয় ভ্যারিয়েন্টের দাম জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে, এটি চারটি কনফিগারেশনে উপলব্ধ হবে। স্মার্টফোনটি 8GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। এক নজরে দেখে নেওয়া যাক ভিভো Y29 5G-এর ফাঁস হওয়া ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম:
এই ফোনের 4GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 13,999 টাকা, 6GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হবে 15,499 টাকা, 8GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে 16,999 টাকা এবং 8GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হবে 18,999 টাকা।
তবে এর উপর ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। ভিভো 8 জিবি ভ্যারিয়েন্টের সাথে 1,500 টাকা এবং 4 জিবি ভ্যারিয়েন্টের সাথে 1,000 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এরজন্য ইএমআই ট্র্যানজ্যাকশন করতে হবে। আবার ডাইরেক্ট পেমেন্ট 750 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
স্মার্টফোনটি 6 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই সহ কেনা যাবে বলেও টিপস্টার জানিয়েছেন। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ডিবিএস ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এইউ ব্যাঙ্ক, এসবিআই, ইয়েস ব্যাঙ্ক, জে অ্যান্ড কে ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার কার্ডে ক্যাশব্যাক এবং নো-কস্ট ইএমআই পাওয়া যাবে।
Vivo Y29 5G বেসিক স্পেসিফিকেশন (ফাঁস)
91মোবাইলস কিছুদিন আগে জানিয়েছে ভিভোর এই ফোনে পাঞ্চ হোল কাটআউট সহ 6.68-ইঞ্চি ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট দেওয়া হবে। আবার এতে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5500mAh ব্যাটারি থাকবে।
গ্লেসিয়ার ব্লু, টাইটানিয়াম গোল্ড এবং ডায়মন্ড ব্ল্যাক কালার অপশনে এই ডিভাইস লঞ্চ হবে। ভিভো Y29 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 0.08-মেগাপিক্সেল কিউভিজিএ সেকেন্ডারি সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
Vivo Y29 5G ডিভাইসটি IP64 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং প্রাপ্ত হবে। এছাড়া এটি এসজিএস সার্টিফিকেশন এবং মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স রেটিং সহ আসবে।
Photo Credit: 91mobiles