জল ছুঁলেই বদলাবে রঙ, ভারতে আসছে বিশ্বের প্রথম কালার চেঞ্জিং ফোন Realme 14 Pro
অভিনব প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোন Realme 14 Pro। এটি রিয়েলমির প্রথম কালার চেঞ্জিং ফোন বলে দাবি করেছে রিয়েলমি। খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে পারে এই ডিভাইস।
রিয়েলমির প্রথম কালার চেঞ্জিং স্মার্টফোন হবে Realme 14 Pro। এমন অভিনব প্রযুক্তি সম্পন্ন ডিভাইসকে শীঘ্রই ভারতে হাজির করতে চলেছে কোম্পানি। সম্প্রতি, এটির ডিজাইন প্রকাশ করা হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এই রঙ বদলানোর প্রযুক্তিটি থাকবে। Realme 14 Pro সিরিজের অধীনে দুটি ফোন লঞ্চ করা হবে - 14 Pro এবং 14 Pro+।
টিজার প্রকাশ হওয়ার পরই টেক দুনিয়ায় নজর কেড়েছে রিয়েলমির এই অনন্য প্রযুক্তিটি। ব্যাক প্যানেল ডিজাইনের পাশাপাশি এদিন ফোনের আইপি রেটিং, ক্যামেরা মডিউল ডিজাইন-সহ একাধিক ফিচার প্রকাশ করেছে রিয়েলমি। আসুন খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
কখন রঙ বদলাবে Realme 14 Pro স্মার্টফোনের
X প্ল্যাটফর্মে (পূর্ব নাম টুইটার) এই ঘোষণাটি করেছে রিয়েলমি। কোম্পানি জানিয়েছে, যখনই ফোনের ব্যাক প্যানেলটি জলের সংস্পর্শে আসবে তখন তার রঙ বদলাবে। তাদের দাবি, এটি বিশ্বের প্রথম রঙ পরিবর্তনকারী স্মার্টফোন। ডিভাইসটি IP66, IP68 এবং IP69 আইপি রেটিং সহ আসবে। এছাড়া আগের মডেলের তুলনায় ডিজাইনে লক্ষ্যণীয় পরিবর্তন করেছে কোম্পানি।
মোটা মেটাল রিং-সহ একটি বড় গোলাকার ক্যামেরা মডিউল দেখা এতে, যেখানে তিনটি ক্যামেরা সেন্সর এবং তিনটি এলইডি ফ্ল্যাশলাইট পাওয়া যাবে। এটির নাম দেওয়া হয়েছে ম্যাজিকগগ্লো।
কোম্পানি আরও দাবি করেছে, তাপমাত্রা 16 ডিগ্রির নীচে নামলেই ফোনের রঙ পরিবর্তন হবে। এই প্রযুক্তির জন্য রিয়েলমিকে সহযোগিতা করেছে নর্ডিক ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন স্টুডিও Valeur ডিজাইনার। যদিও এখনও বিস্তারিত ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ করেনি রিয়েলমি।
আশা করা হচ্ছে, 2025 সালের জানুয়ারিতে ফোনটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে পারে। যদিও কোন তারিখে লঞ্চ হবে তা এখনও জানায়নি রিয়েলমি।