Samsung Galaxy S25 Slim চমকে দেবে ফোন প্রেমীদের, 200MP ক্যামেরা সহ থাকবে সেরার সেরা প্রসেসর
গ্যালাক্সি S25 স্লিম ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপ থাকবে, যা অক্টোবরে কোয়ালকম দ্বারা লঞ্চ করা হয়েছিল। আবার স্লিম হলেও এই ডিভাইসে শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে। Samsung Galaxy S25 Slim ফোনে 4700mAh থেকে 5000mAh এর মধ্যে ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে।
স্যামসাং তাদের পাতলা ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Samsung Galaxy S25 Slim নামের এই ডিভাইসটি আগামী বছরের দ্বিতীয়ার্ধে বাজারে আসতে পারে। ফলে ডিভাইসটি লঞ্চ হতে এখনও কিছুটা সময় দেরি আছে। তবে ইতিমধ্যেই ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে। এখন এক টিপস্টার এই ফোনের স্পেসিফিকেশন ফাঁস করেছেন। এছাড়া জানা গেছে স্যামসাং গ্যালাক্সি S25 স্লিম, আইফোন 17 এয়ারের চেয়ে মোটা হতে পারে।
2025 সালের দ্বিতীয় কোয়ার্টারে বাজারে আসছে Samsung Galaxy S25 Slim
টিপস্টার দেবায়ন রায় জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি S25 স্লিম মডেলে 6.6 ইঞ্চি ডিসপ্লে থাকবে। উল্লেখ্য, গ্যালাক্সি S25 প্লাস মডেলেও একই সাইজের ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। প্লাস মডেলটি স্ট্যান্ডার্ড গ্যালাক্সি S25 এবং গ্যালাক্সি S25 আল্ট্রা মডেলের সাথে 2025 সালের জানুয়ারিতে লঞ্চ হবে। আর স্যামসাং গ্যালাক্সি S25 স্লিম আসবে 2025 সালের দ্বিতীয় কোয়ার্টারে।
প্রসেসর ও ব্যাটারি হবে পাওয়ারফুল
টিপস্টার আরও দাবি করেছেন যে, গ্যালাক্সি S25 স্লিম ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপ থাকবে, যা অক্টোবরে কোয়ালকম দ্বারা লঞ্চ করা হয়েছিল। আবার স্লিম হলেও এই ডিভাইসে শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে। গ্যালাক্সি S25 স্লিমে 4700mAh থেকে 5000mAh এর মধ্যে ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে।
পাবেন 200 মেগাপিক্সেল ক্যামেরা
টিপস্টারের মতে, আগামী বছরের সেপ্টেম্বরে লঞ্চ হতে চলা iPhone 17 Air মডেলে যেখানে একটি রিয়ার ক্যামেরা সহ আসবে বলে মনে করা হচ্ছে, Galaxy S25 Slim মডেলে সেখানে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে ISOCELL HP5 সেন্সরসহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং আল্ট্রাওয়াইড ও টেলিফটো (3.5x অপটিক্যাল জুম) ফটোগ্রাফির জন্য ISOCELL JN5 সেন্সরসহ 50 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা থাকবে।
এদিকে চীনা মাইক্রোব্লগিং সাইট, ওয়েইবোতে টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছেন, Samsung Galaxy S25 Slim মডেলটি 7mm এর থেকেও পাতলা হবে। তবে পরেও এটি আইফোন 17 এয়ারের চেয়েও মোটা হবে বলে টিপস্টার বলেছে।