Samsung Galaxy S22, Galaxy Tab S8 সিরিজের প্রি-অর্ডার‌ শুরু, আগামী মাসের শুরুতেই লঞ্চ হবে

Update: 2022-01-23 16:29 GMT

সম্প্রতি স্যামসাং নিশ্চিত করেছে যে, আগামী ফেব্রুয়ারি মাসে তারা গ্যালাক্সি আনপ্যাকেড ২০২২ (Galaxy Unpacked 2022) ইভেন্টের আয়োজন করবে, যেখানে Samsung Galaxy S22 সিরিজটি উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। যদিও সাউথ কোরিয়ান সংস্থাটি এখনও এই স্মার্টফোন সিরিজের লঞ্চের সঠিক তারিখটি ঘোষণা করেনি। তবে লঞ্চ যে খুব দেরি নয় তা স্পষ্ট। কারণ আজ থেকেই Samsung Galaxy S22 ও Galaxy Tab S8 সিরিজের ডিভাইসগুলির প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রি-অর্ডারকারীরা এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও ট্যাবলেটের সঙ্গে আকর্ষণীয় অফার পাবেন।

শুরু হল Samsung Galaxy S22 ও Samsung Galaxy Tab S8 সিরিজের প্রি-অর্ডার

স্যামসাং গ্যালাক্সি এস২২ ফ্ল্যাগশিপ সিরিজে অন্তর্ভুক্ত গ্যালাক্সি এস ২২, গ্যালাক্সি এস ২২প্লাস এবং গ্যালাক্সি এস ২২ আল্ট্রা - এই তিনটি স্মার্টফোন এবং সেইসাথে আসন্ন স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ লাইনআপে থাকা ডিভাইসগুলির প্রি-অর্ডার (রিজার্ভেশন) চালু হয়েছে। যারা এখনই রিজার্ভেশন করবেন তাদের জন্য সংস্থার তরফ থেকে থাকবে আর্লি-বার্ড ডিসকাউন্ট এবং স্পেশাল বোনাস। স্যামসাং "এক্সক্লুসিভ অফার" বলে এটিকে প্রচার করছে, কিন্তু এখনও বিস্তারিতভাবে এই অফারগুলির বিষয়ে জানা যায়নি। তবে পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি ২১ সিরিজের ইভেন্টের মতো, যারা আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ডিভাইস প্রি-অর্ডার করার জন্য রিজার্ভেশন করবেন, তারা ৫০ ডলার (আনুমানিক ৩,৭২১ টাকা) ক্রেডিট পাবেন, যা ভবিষ্যতে স্যামসাংয়ের প্রোডাক্ট কিনলে তার বিনিময়ে পরিশোধ করা যাবে।

প্রসঙ্গত, Samsung Galaxy S22 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি অঞ্চল ভেদে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ বা স্যামসাংয়ের লেটেস্ট এক্সিনস ২২০০ চিপসেটের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনগুলিতে থাকবে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। ফ্ল্যাগশিপ মডেলগুলি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.০ (One UI 4.0) কাস্টম স্কিনে রান করবে। এই সিরিজের টপ-এন্ড ভ্যারিয়েন্ট Galaxy S22 Ultra-এ এস পেন (S Pen) স্টাইলাস থাকবে এবং পাওয়ার ব্যাকআপের জন্য ৪৫ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে প্রি-অর্ডার চালু হলেও Samsung Galaxy S22 সিরিজের লঞ্চের তারিখ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে মনে করা হচ্ছে আগামী ৮ বা ৯ ফেব্রুয়ারি বাজারে পা রাখতে পারে এই বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলি।

Similar News