Tecno Phantom X এবার ভারতে বাজারে এন্ট্রি নিচ্ছে, ২৫৬ জিবি মেমোরি সহ থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Update: 2022-04-05 08:59 GMT

গতবছর জুন মাসে স্মার্টফোন সংস্থা টেকনো (Tecno) আফ্রিকায় উম্মোচন করে ব্র্যান্ডের প্রথম প্রিমিয়াম স্মার্টফোন, Tecno Phantom X। এই হ্যান্ডসেটটি Mediatek Helio G96 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৪,৭০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহ বাজারে এসেছে। আর এবার একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, Tecno Phantom X চলতি মাসে অর্থাৎ এপ্রিলেই ভারতের বাজারে লঞ্চ হবে। এর সাথে এই রিপোর্টের মাধ্যমেই এদেশে আসন্ন ডিভাইসটির মেমরি কনফিগারেশন এবং কালার অপশনগুলি প্রকাশ্যে এসেছে।

Tecno Phantom X ভারতে আসছে চলতি মাসেই

টেকনো ফ্যান্টম এক্স বিশ্ববাজারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে। সম্ভবত এই স্মার্টফোনটি ভারতেও একই ভ্যারিয়েন্টের সাথেই আত্মপ্রকাশ করতে পারে। তবে, এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, কিংবা তারও কম মেমরি কনফিগারেশনের মডেল থাকার সম্ভাবনাটিও উড়িয়ে দেওয়া যায় না। এই ডিভাইসটি স্টারি নাইট ব্লু এবং সামার সানসেট- এই দুই কালার অপশনে এদেশের বাজারে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

টেকনো ফ্যান্টম এক্স- এর স্পেসিফিকেশন (Tecno Phantom X Specifications)

গত ২৪ জুন লঞ্চ হওয়া টেকনো ফ্যান্টম এক্স-এ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে, যা কার্ভড এজ ডিজাইন এবং ডুয়েল সেলফি ক্যামেরা সিস্টেমের জন্য একটি পিল-আকৃতির কাটআউট সহ এসেছে। এই স্ক্রিনটি গরিলা গ্লাস ৫- এর সুরক্ষা অফার করে। এই ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর দ্বারা চালিত। এতে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যায়। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়ানোও যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, Tecno Phantom X-এর ব্যাক প্যানেলে লেজার অটোফোকাস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২× অপটিক্যাল জুম সহ ১৩ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একটি কোয়াড-এলইডি ফ্ল্যাশ ইউনিট রয়েছে। এছাড়া, এই হ্যান্ডসেটের সামনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেলফি স্ন্যাপার এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা সহ ডুয়েল ক্যামেরা ইউনিট বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Phantom X-এ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে৷ নিরাপত্তার জন্য, এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। এই টেকনো হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওএস (HiOS) কাস্টম স্কিনে চলে।

উল্লেখ্য, যেহেতু শোনা যাচ্ছে Tecno Phantom X চলতি মাসেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে, তাই আগামী কয়েক দিনের মধ্যেই দেশে এই ফোনের টিজারগুলিও প্রকাশ করতে পারে সংস্থা, যা থেকে Phantom X-এর ভারতীয় সংস্করণটির বিষয়ে আরও কিছু জানা যাবে বলেই আশা করা যায়। যদিও এখনও অবধি ভারতীয় বাজারে এর দাম সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।

Tags:    

Similar News