Malicious App: ফোনে আসা ব্যাঙ্কের OTP চুরি করছে এই ১৭টি অ্যাপ, এক্ষুনি ডিলিট করে ফেলুন

Update: 2022-08-01 11:13 GMT

বলতে দ্বিধা নেই যে, অ্যান্ড্রয়েড (Android) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম। তবে গোপনীয়তা এবং ডেটা নিরাপত্তার ক্ষেত্রে গুগল (Google) দ্বারা ডেভেলপ করা এই অপারেটিং সিস্টেমে পুরোপুরি সুরক্ষিত নয়। গতবছর ডিসেম্বরে ১২টি অ্যান্ড্রয়েড অ্যাপ ডিভাইস থেকে ব্যবহারকারীদের ব্যাঙ্কিং তথ্য চুরি করছে বলে অভিযোগ ওঠে। আর এখন একই কারণে ১৭টি নতুন অ্যাপ কে গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে বের করে দেওয়া হয়েছে। চলুন প্লে স্টোর থেকে বাদ পড়া এই অ্যাপগুলির নাম ও এদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Android ব্যবহারকারীদের ব্যাঙ্কিং অ্যাপ থেকে টাকা চুরি করতে পারে এই ক্ষতিকারক অ্যাপ

নিরাপত্তা গবেষণা সংস্থা ট্রেন্ড মাইক্রো (Trend Micro)-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ব্যক্তিগত ব্যাঙ্কিং তথ্য সংগ্রহ করার লক্ষ্যে ম্যালওয়্যার অ্যাপের সংখ্যা ক্রমেই বাড়ছে৷ এই অ্যাপগুলি ব্যবহারকারীদের ব্যাঙ্কিং ক্রেডেন্সিয়াল, পিন, পাসওয়ার্ড এবং অনলাইন ব্যাঙ্কিং অ্যাপগুলির সাথে সম্পর্কিত অন্যান্য তথ্য সংগ্রহ করতে পারে। যে অ্যাপগুলি ডেটা চুরি করার জন্য ম্যালওয়্যার বহন করে এবং গুগল প্লে স্টোরের নিরাপত্তা পাস করে, সেগুলিকে ড্রপার অ্যাপ বলা হয়। ড্রপার অ্যাপগুলির পেলোডের মধ্যে অন্যান্য ক্ষতিকারক অ্যাপ থাকে, যা অতিরিক্ত ক্ষতিকারক অ্যাপগুলিকে একটি সংক্রামিত ডিভাইসে ইনস্টল করতে পারে। এই ধরনের ১৭টি ক্ষতিকারক অ্যাপের নাম নীচে দেওয়া হল এবং যদি এগুলি আপনার ফোনে ইন্সটল করা থাকে তবে অবিলম্বে এদেরকে আনইন্সটল করুন।

১. কল রেকর্ডার APK (com.caduta.aisevsk)

২. রোস্টার ভিপিএন (com.vpntool.androidweb)

৩. সুপার ক্লিনার- হাইপার অ্যান্ড স্মার্ট (com.j2ca.callrecorder)

৪. ডকুমেন্ট স্ক্যানার – পিডিএফ ক্রিয়েটর (com.codeword.docscann)

৫. ইউনিভার্সাল সেভার প্রো (com.virtualapps.universalsaver)

৬. ঈগল ফটো এডিটর (com.techmediapro.photoediting)

৭. কল রেকর্ডার প্রো+ (com.chestudio.callrecorder)

৮. এক্সট্রা ক্লিনার (com.casualplay.leadbro)

৯. ক্রিপ্টো ইউটিলস (com.utilsmycrypto.mainer)

১০. ফিক্সক্লিনার (com.cleaner.fixgate)

১১. জাস্ট ইন: ভিডিও মোশন (com.olivia.openpuremind)

১২. com.myunique.sequencestore

১৩. com.flowmysequto.yamer

১৪. com.qaz.universalsaver

১৫. লাকি ক্লিনার (com.luckyg.cleaner)

১৬. সিম্পলি ক্লিনার (com.scando.qukscanner)

১৭.ইউনিক কিউআর স্ক্যানার (com.qrdscannerratedx)

প্রসঙ্গত, এই অ্যাপগুলি এখন প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে কোনভাবে এগুলি আপনার ফোনে ইনস্টল হলে এক্ষুনি ডিলিট করুন।

Tags:    

Similar News