Wi-Fi 6: পরবর্তী প্রজন্মের ওয়াই-ফাই কতটা উন্নত, জেনে নিন
পূর্বের তুলনায় গুণগতভাবে উন্নত মানের পরিষেবার আশ্বাস নিয়ে আলোচনায় উঠে আসছে Wi-Fi 6 প্রযুক্তি। ২০১৮ সালে সর্বপ্রথম এই প্রযুক্তির কথা সামনে আসে। বর্তমানে খুব বেশি ডিভাইসে Wi-Fi 6 সাপোর্ট উপলব্ধ না হলেও, Apple iPhone 11 এবং Samsung Galaxy Note -এর মতো স্মার্টফোনে এর দেখা মেলে। উল্লেখ্য, সম্প্রতি বাজারে Wi-Fi 6 রাউটারের চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছে।
ওয়াই-ফাই ৬ প্রযুক্তির মুখ্য সুবিধাগুলির মধ্যে দ্রুততর গতি, বাড়তি থ্রুপুট (Throughput) এবং উন্নত ব্যবহারিক অভিজ্ঞতার কথা বলা যায়। এটি উচ্চ ঘনত্বের পরিবেশে অপেক্ষাকৃত ভালো কাজ করে। তাছাড়া ওয়াই-ফাই ৬ প্রযুক্তি ডিভাইসের ব্যাটারি ক্ষয় কমিয়ে তার সক্ষমতা বাড়ায়। সর্বোপরি এখানে পূর্ববর্তী ওয়াই-ফাই প্রজন্মের তুলনায় উচ্চ ডেটা ট্রান্সফার রেট লক্ষ্যণীয়।
পূর্বসূরিদের থেকে কতটা উন্নত Wi-Fi 6 প্রযুক্তি?
নতুন প্রজন্মের ওয়াই-ফাই ৬ প্রযুক্তি একাধিক চ্যানেল মারফত সর্বোচ্চ ৯.৬ গিগাবাইট প্রতি সেকেন্ডের (Gbps) থ্রুপুট প্রদান করবে। সেখানে এর পূর্বসূরি Wi-Fi 5 সিস্টেম থেকে সর্বাধিক ৩.৫ গিগাবাইট প্রতি সেকেন্ডের (Gbps) থ্রুপুট পাওয়া যেতো। এই তথ্য থেকে এটা পরিষ্কার যে বর্তমান ওয়াই-ফাই ৫ ডিভাইসের তুলনায় ওয়াই-ফাই ৬ সমর্থিত রাউটার প্রায় ২৫০ শতাংশ অধিক দ্রুতগতির পরিষেবা প্রদান করবে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, ওয়াই-ফাই ৬ থেকে প্রাপ্ত দ্রুতগতির পরিষেবাকে অর্থোগোনাল ফ্রিক্যুয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা OFDMA, মাল্টি-ইউজার মাল্টিপল-ইনপুট মাল্টিপল-আউটপুট বা MU-MIMO, বীমফর্মিং এবং ১০২৪ কোয়াড্রেচার অ্যাম্প্লিচিউড মডিউলেশন বা QAM প্রযুক্তির ক্ষেত্রে কাজে লাগানো সম্ভব। এদের মধ্যে OFDMA প্রযুক্তির সহায়তায় আবার একই সময়ে একাধিক উপভোক্তাকে অ্যাক্সেস পয়েন্ট প্রদান করা যায়। এছাড়া MU-MIMO প্রযুক্তি কাজে লাগিয়ে আলাদা আলাদা ডিভাইসে সফল সংযোগ বজায় রাখা চলে।
নজরে Wi-Fi 6E প্রযুক্তি, জেনে নিন সুবিধা
এদিকে ওয়াই-ফাই ৬ নিয়ে আলোচনার ক্ষেত্রে সম্প্রতি Wi-Fi 6E প্রযুক্তির কথাও উঠে আসছে। Wi-Fi 6E সমর্থিত ডিভাইসে একগুচ্ছ ওয়াই-ফাই চ্যানেল সহ একটি নতুন ব্যান্ড পাওয়া যাবে। এটি নেটওয়ার্ক সংক্রান্ত অসুবিধা দূর করার পাশাপাশি ড্রপড সিগন্যাল সমস্যার নিরসন করবে। তাছাড়া এটিও পূর্বসূরিদের তুলনায় অধিক গতিসম্পন্ন পরিষেবা প্রদান করবে। প্রসঙ্গত বলা দরকার যে Wi-Fi 6 সমর্থিত সব ডিভাইসে Wi-Fi 6E সাপোর্ট করবে না।