শুধু স্মার্টফোন ও ইয়ারবাডস নয়, আজ আরও দু'টি গ্যাজেট লঞ্চের ঘোষণা করল Xiaomi
ভারতীয় বাজারে শাওমির ১০ বছর পূর্ণ হল। দশম বার্ষিকী উদযাপন করার লক্ষ্যে শাওমি ইন্ডিয়া আজ (৯ জুলাই), দুপুর ১২ টায় কিছু নতুন প্রোডাক্ট এদেশের বাজারে লঞ্চ করতে চলেছে। কোম্পানি ইতিমধ্যেই ৯ জুলাই উত্তেজনাপূর্ণ কিছু নতুন ডিভাইসের আগমন সম্পর্কে ঘোষণা করেছিল। এছাড়াও, শাওমির ১০ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় ক্রেতাদের বিশেষ ছাড়ও দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
শাওমি ইন্ডিয়া দশম বার্ষিকীতে আনছে একাধিক নতুন প্রোডাক্ট
শাওমি ইন্ডিয়া দুটি নতুন পাওয়ারব্যাঙ্ক লঞ্চ করতে চলেছে, এগুলি হল শাওমি পাওয়ার ব্যাঙ্ক ৪আই ২২.৫ ওয়াট এবং পকেট পাওয়ার ব্যাঙ্ক ১০,০০০ এমএএইচ৷ আজকের লঞ্চ ইভেন্টে রেডমি ১৩ ৫জি এবং রেডমি বাডস ৫সি ইয়ারবাডসের ওপর থেকে পর্দা সরানো হবে বলেও জানা গেছে। এই দুটি ডিভাইসই সাশ্রয়ী মূল্যের হবে বলে আশা করা হচ্ছে।
রেডমি ১৩ ৫জি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ফুলএইচডি ডিসপ্লে থাকবে। এটি ব্লু, পিঙ্ক এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। অন্যদিকে, রেডমি বাডস ৫সি ১২.৪ মিলিমিটারের ড্রাইভারের সাথে সজ্জিত এবং এটি ৪০ ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট করবে। এছাড়াও, শাওমি আরভিসি এক্স১০, ৪,০০০ পিএ সাকশন পাওয়ার সহ একটি রোবট ভ্যাকুয়ামও উন্মোচন করা হবে।
শাওমি তাদের দশম বার্ষিকী উদযাপন তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করবে। দুপুর ১২ টায় অনুষ্ঠানটি শুরু হবে। কোম্পানি নতুন প্রোডাক্টের সাথে লঞ্চ ডিসকাউন্টও অফার করবে বলে আশা করা যায়৷