Recharge Plan: সারাবছর রিচার্জ থেকে ছুটি, 400 টাকা বেশি দিলেই OTT সুবিধা সহ এক্সট্রা ইন্টারনেট

এয়ারটেলের এই বার্ষিক প্ল্যানের দাম 3,599 টাকা। এই প্ল্যান রিচার্জে, গ্রাহকরা 365 দিনের জন্য রোজ 2 জিবি ডেটা সহ প্রতিদিন 100 টি এসএমএস পাঠানোর সুবিধা পাবেন।

Update: 2024-12-13 14:42 GMT

আপনি যদি ঘন ঘন রিচার্জ করা থেকে মুক্তি পেতে চান তবে দীর্ঘমেয়াদী প্ল্যান রিচার্জ করা বুদ্ধিমানের কাজ। টেলিকম কোম্পানিগুলি বিভিন্ন দামে একাধিক দীর্ঘমেয়াদি প্ল্যান অফার করলেও অনেক সময় নিজেদের জন্য সঠিক প্ল্যান বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে। তবে আপনি যদি Airtel গ্রাহক হন তাহলে এই প্রতিবেদন পড়ার পর যদিও সঠিক প্ল্যান বাছা কঠিন হবে না। এখানে দৈনিক ডেটা সহ দুটি বার্ষিক প্ল্যান সম্পর্কে আমরা বলবো এবং এই দুটি প্ল্যানের দামের মধ্যে 400 টাকার পার্থক্য রয়েছে।

2 জিবি দৈনিক ডেটা সহ বার্ষিক প্ল্যান

এয়ারটেলের এই বার্ষিক প্ল্যানের দাম 3,599 টাকা। এই প্ল্যান রিচার্জে, গ্রাহকরা 365 দিনের জন্য রোজ 2 জিবি ডেটা সহ প্রতিদিন 100 টি এসএমএস পাঠানোর সুবিধা পাবেন। এছাড়া গ্রাহকরা সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও উপভোগ করবেন। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে অ্যাপোলো 24/7 সার্কেল এবং বিনামূল্যে হ্যালোটিউনের অ্যাক্সেস। গ্রাহকরা এয়ারটেল এক্সস্ট্রিমের মাধ্যমে বিনামূল্যে ভিডিও কনটেন্ট দেখতে পারবেন।

2.5 জিবি দৈনিক ডেটা সহ বার্ষিক প্ল্যান

আপনি যদি 400 টাকা বেশি খরচ করে 3,999 টাকার প্ল্যান রিচার্জ করেন, তবে 365 দিনের বৈধতা সহ দৈনিক 2.5 জিবি ডেটা পাবেন। সাথে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি প্রতিদিন 100 টি এসএমএস পাঠানোর সুবিধা মিলবে। সাথে রয়েছে পুরো এক বছরের জন্য ডিজনি+ হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন।

এছাড়া উভয় প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড 5G ইন্টারনেট ডেটা উপভোগ করা যাবে। অর্থাৎ আপনি যদি এয়ারটেলের 5G অঞ্চলে বসবাস করেন এবং আপনার কাছে 5G ফোন থাকে তাহলে চিন্তা ছাড়াই হাই স্পিড ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন।

Tags:    

Similar News