ইলন মাস্ককে ভারতের নতুন বছরের উপহার, দ্রুত দেশে চালু হচ্ছে Starlink স্যাটেলাইট পরিষেবা

দেশের টেলিকম সংস্থাগুলি চেয়েছিল মোবাইল ইন্টারনেটের মতো স্যাটেলাইট ইন্টারনেটে স্পেকট্রাম বন্টন করা হোক। তবে ভিন্ন পথে হাঁটতে পারে টেলিকম বিভাগ। এর ফলে পথ আরও সহজ হল স্টারলিংকের।

Update: 2024-12-15 07:07 GMT

দেশে স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা শুরু করার দোরগোড়ায় দাঁড়িয়ে Starlink। চালু হওয়ার পথে সংস্থার পরিষেবা। এদিন কীভাবে প্রয়োজনীয় স্পেকট্রাম বরাদ্দ করা হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই স্পেকট্রাম বরাদ্দ হলে তবেই রেডিয়ো ফ্রিকোয়েন্সি পরিচালনা করতে পারবে সংস্থাগুলি।

ভারতীয় টেলিকম সংস্থাগুলি প্রস্তাব মানল না কেন্দ্র

স্টারলিংকের পাশাপাশি জিও, এয়ারটেল এবং অ্যামাজন কুপারও দেশে স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা দেওয়ার দৌড়ে রয়েছে। এয়ারটেল এবং জিও-এর পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব রাখা হয়, যেমন মোবাইল নেটওয়ার্কের জন্য স্পেকট্রাম বন্টন করা হত, স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রে তেমনই করা হোক। কিন্তু, সরকার এই ক্ষেত্রে অন্যান্য স্টেকহোল্ডারদের পরামর্শ চাইছে।

কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেছেন যে স্যাটেলাইট স্পেকট্রাম বিতরণ "আগে আসলে আগে পাবে", এমন পদ্ধতি অনুসরণ করবে না। এই সিদ্ধান্ত স্টারলিংকের পথ আরও সহজ করে দিল মনে করছেন বিশেষজ্ঞরা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ব্যাখ্যা করেছেন, অন্যান্য রেডিয়ো ফ্রিকোয়েন্সিগুলি যেমন ভাবে নিলাম করা হয়, স্যাটেলাইট স্পেকট্রামের ক্ষেত্রে তা মানা হবে না। এর সঙ্গে জড়িত জটিলতার কারণে এটি সম্ভাব্য বিকল্প নয়।

তিনি উল্লেখ করেন যে, প্রযুক্তির শারীরিক সীমাবদ্ধতার কারণে বিশ্বের কোনও দেশই স্যাটেলাইট স্পেকট্রাম নিলাম করে না। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই-ও সেই পথে হাঁটবে। এদিন মন্ত্রী নিশ্চিত করেছেন যে, স্যাটেলাইট পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় লাইসেন্স প্রাপ্ত সমস্ত সংস্থাকে স্পেকট্রাম বরাদ্দ করা হবে।

এই নতুন পদ্ধতির ফলে স্টারলিংক এবং অ্যামাজনের Quiper ভারতে এগিয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে, জিও এবং এয়ারটেল ধারাবাহিকভাবে বিকল্প স্পেকট্রাম নিলাম করার পক্ষে রয়েছে। এখন দেখার বিষয়, স্পেকট্রাম বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী নেয় কেন্দ্রীয় সরকার।

Tags:    

Similar News