Recharge Plan: দিনে যতখুশি ইন্টারনেট, কোনো লিমিট নেই! এই দুই প্ল্যানে কলিং সহ ভরপুর মজা

পুরো 1 মাস (30 দিন) বৈধতার এয়ারটেলের 589 টাকার প্ল্যানে মোট 50 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন গ্রাহকরা।;

Update: 2024-12-24 06:04 GMT

আপনি যদি আনলিমিটেড 5G ডেটার সুবিধা না পেয়ে থাকেন এবং প্রতিদিনের ডেটা লিমিট আপনার কাছে বিরক্তিকর মনে হয়, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।কারণ এখানে আমরা এমন কয়েকটি রিচার্জ প্ল্যানের কথা বলবো যেখানে কোনো দৈনিক লিমিট নেই। অর্থাৎ আপনি দিনে যতখুশি ইন্টারনেট ডেটা ব্যবহার করা আনন্দ উপভোগ করতে পারবেন। টেলিকম সংস্থা Airtel এমন দুটি মাসিক রিচার্জ প্ল্যান অফার করে, যেখানে কোনও দৈনিক লিমিট ছাড়াই ডেটা এবং কলিং পরিষেবা পাওয়া যায়।

সংস্থাটি 30 দিনের বৈধতার সাথে দুটি প্ল্যান নিয়ে এসেছে এবং এখানে দৈনিক ডেটা লিমিট নেই। এই প্ল্যানগুলি সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও দেয়। এগুলির মধ্যে দামের পার্থক্য মাত্র 20 টাকা। আসুন Airtel এর এই দুটি প্ল্যানের দাম ও সুবিধা দেখে নেওয়া যাক।

এয়ারটেল 589 টাকার প্রিপেড প্ল্যান

পুরো 1 মাস (30 দিন) বৈধতার এয়ারটেলের এই প্ল্যানে মোট 50 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন গ্রাহকরা। এখানে মোট 300 এসএমএসও পাঠানো যাবে। রিচার্জ করার পরে, আপনি 3 মাসের জন্য অ্যাপোলো 24/7 সার্কেলের সাবস্ক্রিপশন পাবেন এবং বিনামূল্যে হ্যালোটিউনসের সুবিধা উপভোগ করা যাবে।

এয়ারটেলের 609 টাকার রিচার্জ প্ল্যান

আপনি যদি 20 টাকা বেশি ব্যয় করে 609 টাকার প্ল্যানটি রিচার্জ করেন, তাহলে মোট 60 জিবি ডেটা পাবেন। এয়ারটেলের এই প্ল্যানটি 30 দিনের ভ্যালিডিটি অফার করে এবং মোট 300 টি এসএমএস পাঠাতে দেয়। আবার গ্রাহকরা সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন। বাড়তি সুবিধা হিসেবে 3 মাসের জন্য অ্যাপোলো 24/7 সার্কেলের সাবস্ক্রিপশন এবং ফ্রি হ্যালোটিউন পরিষেবা পাওয়া যাবে।

উভয় প্ল্যান রিচার্জ করার পরে, এয়ারটেল এক্সস্ট্রিমের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন ভাষার ভিডিও কনটেন্ট দেখা যাবে।

Tags:    

Similar News