BSNL আনল ফেস্টিভ্যাল অফার, 1 মাস বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা সহ অনেক কিছু

বিএসএনএল দিচ্ছে মাত্র 449 টাকায় ব্রডব্যান্ড প্ল্যান। এর নাম ফাইবার বেসিক নিও প্ল্যান। এতে ব্যবহারকারীরা 30 এমবিপিএস স্পিডে এক মাসের জন্য 3.3 টিবি অর্থাৎ 3300 জিবি ডেটা পাবেন। এর অর্থ আপনি প্রতিদিন 100 জিবিরও বেশি ডেটা দেওয়া হবে।

Update: 2024-12-24 18:07 GMT

BSNL এর ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য সুখবর। সরকারি সংস্থাটি দুটি ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানের সাথে এক মাসের জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। এক্ষেত্রে সংস্থাটি ফ্রি ইন্টারনেট ফেস্টিভ্যাল অফার নিয়ে এসেছে। বিএসএনএলের এই দুটি প্ল্যানের দাম 500 টাকারও কম।

BSNL আনল ইন্টারনেট ফেস্টিভ্যাল অফার

ফেস্টিভ্যাল অফারে বিএসএনএল ফাইবার বেসিক নিও এবং ফাইবার বেসিক ব্রডব্যান্ড প্ল্যানের সাথে এক মাসের জন্য বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে দেবে। তবে এরজন্য কমপক্ষে 3 মাস এই প্ল্যান রিচার্জ করতে হবে। বিএসএনএলের এই ফেস্টিভ্যাল অফার চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। আপনি যদি এই অফারের সুবিধা নিতে চান তবে আপনাকে 31 ডিসেম্বরের আগে এই প্ল্যানগুলি রিচার্জ করতে হবে।

বিএসএনএল ফাইবার বেসিক নিও প্ল্যানের সুবিধা

বিএসএনএল দিচ্ছে মাত্র 449 টাকায় ব্রডব্যান্ড প্ল্যান। এর নাম ফাইবার বেসিক নিও প্ল্যান। এতে ব্যবহারকারীরা 30 এমবিপিএস স্পিডে এক মাসের জন্য 3.3 টিবি অর্থাৎ 3300 জিবি ডেটা পাবেন। এর অর্থ আপনি প্রতিদিন 100 জিবিরও বেশি ডেটা দেওয়া হবে। পুরো 3300 জিবি ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে 4 এমবিপিএস হয়ে যাবে। এর পাশাপাশি এখানে আনলিমিটেড কলের সুবিধাও দেওয়া হয়। এই প্ল্যান 3 মাসের জন্য রিচার্জ করলে 50 টাকা ছাড়ও মিলবে।

বিএসএনএল ফাইবার বেসিক 499 টাকার প্ল্যানের সুবিধা

বিএসএনএলের ৪৯৯ টাকার প্ল্যানটি ফাইবার বেসিক নামে পরিচিত। এই প্ল্যানে 50 এমবিপিএস ডেটা স্পিড পাওয়া যায়। এখানে 3.3 টিবি ডেটা বা 3300 জিবি মাসিক ডেটা পাওয়া যায়। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড কমে 4 এমবিপিএসে নেমে আসবে। এই প্ল্যানে ব্যবহারকারীরা ভারতের যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কলের সুবিধা পাবেন। এই প্ল্যান 3 মাসের জন্য রিচার্জ করলে 100 টাকা ছাড়ও দেওয়া হবে।

Tags:    

Similar News