জিও, এয়ারটেলকে কড়া চ্যালেঞ্জ BSNL এর, সস্তায় গ্রাহকরা পাবে Netflix ও Amazon Prime সাবস্ক্রিপশন
রিচার্জের সঙ্গে এখন OTT সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। এদিন BSNL- এর পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে, তারা এমন রিচার্জ প্ল্যান আনছে যেখানে Netflix এবং Prime দুটোই পাওয়া যাবে।;
খুব শীঘ্রই নয়া রিচার্জ প্ল্যান আনছে BSNL। যেখানে জনপ্রিয় দুই OTT প্ল্যাটফর্ম Netflix এবং Prime সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। ইতিমধ্যে এই সুবিধা এনেছে জিও এবং এয়ারটেল। দৌড়ে টিকে থাকতে বিএসএনএলও সেই প্রস্তুতি শুরু করল। এদিন AskBSNL অধিবেশনে জানালেন কোম্পানির ডিরেক্টর অফ সিএম।
তিনি জানিয়েছেন, ওটিটি সুবিধা থাকবে এমন বান্ডেল প্রিপেড প্ল্যান আনার সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে টেলিকম বাজারে জিও এবং এয়ারটেল প্রথম এই ধরনের রিচার্জ প্ল্যান এনে চমক দিয়েছিল গ্রাহকদের। তারপর সেই সুবিধা দিতে শুরু করে ভোডাফোন আইডিয়া। কিন্তু, বিএসএনএলের কোনও প্ল্যানেই নেটফ্লিক্স বা প্রাইমের সাবস্ক্রিপশন বর্তমানে পাওয়া যায় না।
চলতি বছর জুলাইয়ে রিচার্জের দাম বৃদ্ধির পর প্রচুর গ্রাহক বিএসএনএলে যোগ দিয়েছেন। প্রায় 55 লাখ নতুন গ্রাহক যুক্ত করেছে কোম্পানি। সবাই কম দামে প্রিপেইড ও পোস্টপেইড রিচার্জ করার আশায় এই সিম কার্ড কিনেছেন। কিন্তু, সম্প্রতি দুর্বল নেটওয়ার্কের অভিযোগ তুলেছেন তাদের মধ্যে অনেকেই। যে কারণে আবার পুরনো সিমে ফিরে যাচ্ছেন তারা।
এই সমস্ত গ্রাহকদের ধরে রাখতে আরও আকর্ষণীয় রিচার্জ আনতে চলেছে বিএসএনএল। যদিও তাদের রিচার্জ প্ল্যানে ওটিটির সুবিধা নেই তা বলা ভুল হবে। কিন্তু, বর্তমানে ভারতে যে দুটি প্ল্যাটফর্ম সবথেকে বেশি জনপ্রিয় নেটফ্লিক্স/প্রাইম সেগুলির সাবস্ক্রিপশন নেই কোনও প্ল্যানে। এই বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন কোম্পানির শীর্ষ আধিকারিক।
আগামী বছর সেই রিচার্জ প্ল্যান প্রকাশ করা হবে নাকি আরও পরে, যদিও সেই তারিখ সম্পর্কে কিছু জানায়নি বিএসএনএল। প্রসঙ্গত, এই মুহূর্তে দ্রুত 4G নেটওয়ার্ক বিস্তার করার পরিকল্পনায় মনোনিবেশ করেছে কোম্পানিটি। বিএসএনএলের লক্ষ্য, 2025 সালের মাঝামাঝি সময়ের মধ্যে দেশজুড়ে এক লক্ষ 4G সাইট স্থাপন করা এবং পরিকাঠামো আরও উন্নত করা।