Airtel আনল 398 টাকার নতুন মোবাইল রিচার্জ প্ল্যান, আনলিমিটেড ইন্টারনেট সহ কলিং ও Disney+ Hotstar দেখার সুবিধা

এয়ারটেলের 398 টাকার প্রিপেইড প্ল্যানের বৈধতা 28 দিন। এই প্ল্যানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন 100 টি এসএমএস এবং প্রতিদিন 2 জিবি ডেটা (অর্থাৎ মোট 56 জিবি ডেটা) পাবেন।

Update: 2024-12-12 18:09 GMT

লক্ষ লক্ষ এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। সংস্থাটি আজ 398 টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। বিশেষ করে যেসব গ্রাহক বেশি ডেটা সহ ওটিটি কনটেন্ট দেখতে পছন্দ করেন তাদের জন্য এই প্ল্যান উপযুক্ত। Airtel এর এই প্ল্যানের সাথে, গ্রাহকরা ডিজনি + হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন। এখানে আনলিমিটেড কলের পাশাপাশি এসএমএস সুবিধাও দেওয়া হবে। আসুন এয়ারটেলের নতুন প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Airtel লঞ্চ করল 398 টাকার নতুন প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের 398 টাকার প্রিপেইড প্ল্যানের বৈধতা 28 দিন। এই প্ল্যানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন 100 টি এসএমএস এবং প্রতিদিন 2 জিবি ডেটা (অর্থাৎ মোট 56 জিবি ডেটা) পাবেন। এমনকি যদি আপনার প্রতিদিন প্রাপ্ত 2 জিবি ডেটা কম মনে হয়, তাহলে 64 কেবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার চালিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, এই প্ল্যানের গ্রাহকরাও আনলিমিটেড 5G ডেটা পাবেন। অর্থাৎ আপনার এলাকায় যদি এয়ারটেলের 5G নেটওয়ার্ক থাকে এবং আপনার কাছে 5G ফোন থাকে তাহলে আপনি আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন।

Disney+ Hotstar সাবস্ক্রিপশন 28 দিনের জন্য বিনামূল্যে

অতিরিক্ত সুবিধা হিসাবে, এয়ারটেলের নতুন প্ল্যানটি 28 দিনের জন্য ডিজনি প্লাস হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করবে। সাথে গ্রাহকরা বিনামূল্যে হ্যালো টিউনস এর সুবিধা পাবেন, যার ফলে গ্রাহকরা প্রতি মাসে বিনামূল্যে একটি টিউন সেট করতে পারবেন। এয়ারটেল তাদের গ্রাহকদের জানানো শুরু করেছে যে হ্যালো টিউনস এখন এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে সক্রিয় করা যাবে।

উল্লেখ্য, জিও-র 398 টাকার কোনও প্ল্যান নেই তবে সংস্থাটি 399 টাকার প্রিপেইড প্ল্যান অফার করে। জিও-র 399 টাকার প্ল্যানের বৈধতা 28 দিন। এই প্ল্যানে, গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 টি এসএমএস এবং রোজ 2.5 জিবি ডেটা পাবেন, অর্থাৎ গ্রাহকরা পুরো বৈধতা চলাকালীন মোট 70 জিবি ডেটা উপভোগ করবেন। এই প্ল্যানের গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটাও পাবেন। সাথে জিও টিভি, জিও ক্লাউড এবং জিও সিনেমার সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

Tags:    

Similar News