2025 সালে মিলবে BSNL 4G-5G হাই স্পিড ইন্টারনেট, বড় আপডেট TCS এর

2025 সালের মাঝামাঝি সময়ে চালু হতে পারে BSNL হাই স্পিড 4G পরিষেবা। তারপর 5G পরিষেবা পাওয়া যেতে পারে, এমনটা ইঙ্গিত দিল TCS। দেশের টেলিকম শিল্পে এটি একটি বড় পদক্ষেপ প্রমাণ হতে পারে।;

Update: 2024-12-26 05:57 GMT

মোবাইল রিচার্জের দাম বাড়ার পর গ্রাহকদের আশার আলো হয়ে উঠেছিল BSNL। কিন্তু, কিছু মাস না গড়াতেই জিও, এয়ারটেলে ফিরে যাচ্ছেন অনেকে। অভিযোগ, দুর্বল নেটওয়ার্ক। সেই ঘাটতি পূরণ করতে বদ্ধ পরিকর কোম্পানি। 2025 সালের মাঝামাঝি সময়ে 4G পরিষেবা এবং তারপর 5G পরিষেবা আনতে পারে BSNL। ইঙ্গিত দিল সহযোগী কোম্পানি TCS।

BSNL 4G এবং 5G নেটওয়ার্ক

টিসিএস-এর চিফ অপারেটিং অফিসার এন গণপতি সুব্রামানিয়ামের মতে, বিএসএনএল-এর 4G-5G রোলআউট ট্র্যাকে রয়েছে৷ এর আগে, ভারতের টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘোষণা করেছিলেন যে, বিএসএনএল মে 2025 এর মধ্যে এক লক্ষ বেস স্টেশন জুড়ে তার 4G পরিষেবা চালু করতে চলেছে। তারপর ওই বছরের জুনে 5G পরিষেবা নিয়ে এগোবে কোম্পানি।

এই ঘোষণা স্বাভাবিক ভাবেই লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য স্বস্তি দিতে পারে। হাই স্পিড ইন্টারনেটের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন গ্রাহকরা। টিসিএস আশ্বস্ত করেছে যে, পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন এগোচ্ছে এবং রোলআউট প্রক্রিয়া নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন হবে।

ইতিমধ্যে মোদী সরকার জানিয়েছে যে, বিএসএনএলের 4G-5G নেটওয়ার্ক সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করা হবে। পরিকাঠামোগত সাহায্য করবে টিসিএস এবং তেজাস নেটওয়ার্ক। দুই কোম্পানি তাদের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবাটি চালু করার চেষ্টা করছে।

এই পরিকল্পনায় কোনও বিলম্বের আশঙ্কা উড়িয়ে দিয়েছে টিসিএস। কোম্পানিটি জানিয়েছে, 2023 এর জুলাইয়ে বিএসএনএল 4G-5G এর জন্য চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। পরিকল্পনাটি বাস্তবায়িত করার জন্য 24 মাসের সময়সীমা দেওয়া হয়েছিল। এদিন টিসিএস জানিয়েছে, কাজ সম্পূর্ণ গতিতে এগোচ্ছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা শেষ হবে।

Tags:    

Similar News