সস্তায় এবার সিম সচল রাখা যাবে, Vodafone Idea লঞ্চ করল 128 টাকা ও 138 টাকার নতুন রিচার্জ প্ল্যান

Vodafone Idea (Vi) -র 128 টাকার প্রিপেড প্ল্যানে ভোডাফোন আইডিয়া গ্রাহকরা 18 দিনের বৈধতা পাবেন। সাথে 100 এমবি ডেটাও দেওয়া হবে। এছাড়া এখানে কল করার জন্য প্রতি সেকেন্ডে 2.5 পয়সা খরচ হবে।;

Update: 2024-12-26 16:23 GMT

Vodafone Idea (Vi) তাদের গ্রাহকদের জন্য দুটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানগুলির সুবিধা নির্বাচিত সার্কেলের গ্রাহকদের জন্য উপলব্ধ এবং এদের দাম 150 টাকার কম রাখা হয়েছে। সেইসব গ্রাহকদের জন্য এই প্ল্যান দুটি উপযুক্ত যারা কম খরচে সিম সচল রাখতে চায়। চলুন ভোডাফোন আইডিয়ার সাশ্রয়ী মূল্যের প্ল্যানগুলির বেনিফিট দেখে নেওয়া যাক।

Vodafone Idea লঞ্চ করল সস্তা রিচার্জ প্ল্যান

অনেক গ্রাহক আছেন যারা শুধুমাত্র তাদের সেকেন্ডারি সিম কার্ড সচল রাখার জন্য রিচার্জ করতে চান এবং এরজন্য তারা বেশি খরচ করতে চান না। বিভিন্ন রিপোর্ট থেকে ইতিমধ্যেই জানা গেছে যে, রিচার্জ প্ল্যানের দাম বাড়ার কারণে অনেক গ্রাহক তাদের সেকেন্ডারি সিম বন্ধ করে দিচ্ছে এবং ভোডাফোন আইডিয়ার (ভিআই) গ্রাহক সংখ্যাও হ্রাস পাচ্ছে। এমন পরিস্থিতিতে সস্তা রিচার্জ প্ল্যান এনে গ্রাহকদের মন জিততে চাইছে সংস্থাটি। এক্ষেত্রে নয়া প্ল্যান দুটির দাম 128 টাকা এবং 138 টাকা।

Vodafone Idea (Vi) -র 128 টাকার প্রিপেড প্ল্যান

নতুন 128 টাকার প্ল্যানে ভোডাফোন আইডিয়া গ্রাহকরা 18 দিনের বৈধতা পাবেন। সাথে 100 এমবি ডেটাও দেওয়া হবে। এছাড়া এখানে কল করার জন্য প্রতি সেকেন্ডে 2.5 পয়সা খরচ হবে। এছাড়া থাকছে 10টি লোকাল অন-নেট নাইট মিনিট। এই মিনিট রাত 11 টা থেকে সকাল 6 টার মধ্যে ব্যবহার করা যাবে। এই প্ল্যানে আউটগোয়িং SMS এর সুবিধা পাওয়া যাবে না।

Vodafone Idea (Vi) -র 138 টাকার প্রিপেড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার 138 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 20 দিন। এই প্ল্যানে 100 এমবি মোবাইল ডেটা এবং 10টি লোকাল অন-নেট নাইট মিনিট পাওয়া যাবে এবং ব্যবহারকারীরা প্রতি সেকেন্ডে 2.5 পয়সা খরচ করে কল করতে পারবেন। এখানেও কোনো আউটগোয়িং SMS এর সুবিধা নেই।

আপনাদের জানিয়ে রাখি, এই দুটো প্ল্যানই কর্ণাটক সহ নির্বাচিত কিছু সার্কেলের জন্য লঞ্চ করা হয়েছে। তাই আপনার সার্কেলে এই প্ল্যানগুলি উপলব্ধ রয়েছে কিনা আগে চেক করে নেবেন।

Tags:    

Similar News