Mobile Internet Speed: বিশ্বের সেরা দশ দ্রুত মোবাইল ইন্টারনেট দেশের লিস্টে ভারত? দেখুন র‌্যাংকিং

মধ্য এশিয়া ও আশিয়ান দেশগুলিতে মোবাইল ইন্টারনেট ব্যাপক স্তরে প্রসারিত হতে শুরু করেছে। সবথেকে দ্রুত গতির ইন্টারনেট রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। তারপর রয়েছে কাতার এবং কুয়েত।;

Update: 2024-12-27 05:38 GMT

যত দিন যাচ্ছে ততই সহজলভ্য হয়ে উঠছে ইন্টারনেট। এই মুহূর্তে কোম্পানিগুলির লক্ষ্য যত দ্রুত গতিতে সম্ভব ইন্টারনেট প্রদান করা। বিশ্বে 550 কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করেন। সবথেকে দ্রুত গতির নেট পাওয়া যায় সংযুক্ত আরব আমিরশাহীতে। তারপর রয়েছে কাতার এবং কুয়েত। মধ্যে এশিয়া এবং এশিয়ান দেশগুলিতে ইন্টারনেটের গতি সবথেকে বেশি।

সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশগুলি দ্রুত ইন্টারনেট গতির জন্য মানদণ্ড নির্ধারণ করলেও, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মতো বড় দেশগুলি এখনও অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং আঞ্চলিক পার্থক্যের কারণে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই সমস্যাগুলি সত্ত্বেও, উন্নত ইন্টারনেট গতি এবং কানেক্টিভিটি দেওয়ার জন্য বদ্ধ পরিকর দেশগুলি।

2024 সালের অক্টোবর পর্যন্ত, 552 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। এক বছরে সংখ্যাটা বেড়েছে 15.1 কোটি। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের অবদান অপরিসীম। বিশ্বের অর্ধেক জনসংখ্যা বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেন। ফলে মোবাইল ইন্টারনেট ক্রমাগত উন্নতি করে চলেছে। যোগাযোগ, ব্যবসা এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে চালকের আসনে রয়েছে ইন্টারনেট।

এই 10 দেশে সবথেকে দ্রুত গতির ইন্টারনেট রয়েছে

স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স-এর রিপোর্ট অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহী (UAE) বিশ্বব্যাপী র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে। এই দেশের রাজধানী দুবাইতে মোবাইল ইন্টারনেটের গতি প্রায় 100 গুণ বৃদ্ধি পেয়েছে। 2012 সাল থেকে ডিজিটাল অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করেছে দেশটি। তারপর রয়েছে কাতার এবং কুয়েত। এই তালিকায় প্রথম দশে জায়গা পায়নি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

সবথেকে দ্রুত ইন্টারনেট রয়েছে এই দেশগুলিতে

সংযুক্ত আরব আমিরশাহী (442 Mbps)

কাতার (358 Mbps)

কুয়েত (264 Mbps)

বুলগেরিয়া (172 Mbps)

ডেনমার্ক (162 Mbps)

দক্ষিণ কোরিয়া (148 Mbps)

নেদারল্যান্ড (147 Mbps)

নরওয়ে (145.74 Mbps)

চিন (139.58 Mbps)

লুক্সেমবার্গ (134.14 Mbps)

ভারতের ইন্টারনেটের গতি

চীনের পরে ভারত হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন মার্কেট। যেখানে 90 কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স-এর তথ্য অনুযায়ী, নভেম্বর 2024 পর্যন্ত মোবাইল ইন্টারনেটের গতির তালিকায় 25 তম স্থানে রয়েছে ভারত। দেশের মোবাইল ডাউনলোড গতি 100.78 Mbps, আপলোড গতি 9.08 Mbps এবং লেটেন্সি 30 ms।

Tags:    

Similar News