আগামী বছরে ফের দাম বাড়তে পারে Jio, Airtel, Vi এর রিচার্জ প্ল্যানের, কোন মাস থেকে জানুন

আগামী বছরগুলিতে আরও ঘন ঘন রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পথে এগোতে পারে টেলিকম সংস্থাগুলি। মোবাইল ট্যারিফ বাড়তে পারে 15 শতাংশ, জানাল মতিলাল ওসওয়াল। এই দাম বৃদ্ধিতে সবথেকে বেশি লাভবান এয়ারটেল।;

Update: 2024-12-27 14:35 GMT

গত পাঁচ বছরে তিনবার মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে বেসরকারি টেলিকম সংস্থাগুলি। একবার 2019 সালে, তারপর 2021 সালে এবং সর্বশেষ 2024-এ জুলাইয়ে। এই বৃদ্ধির ফলে টেলিকম শিল্পে গ্রাহক পিছু গড় আয় (ARPU), 2019 সালের সেপ্টেম্বরে 98 টাকা থেকে 2024 সালের সেপ্টেম্বরে 193 টাকা, প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

যেহেতু বিনিয়োগ এবং গ্রাহকদের ডেটা খরচের মাত্রা বিবেচনা করে শিল্পের আয় এখনও বেশ কম, ব্রোকার সংস্থা মতিলাল ওসওয়াল জানিয়েছে, টেলকোগুলি আগামী বছরগুলিতে আরও ঘন ঘন দাম বাড়ানোর পথে এগোতে পারে। সম্ভাব্য তারিখও জানিয়েছে সংস্থাটি।

আবার কবে দাম বাড়বে মোবাইল রিচার্জের

মতিলাল ওসওয়ালের অনুমান, 2025 সালের ডিসেম্বর নাগাদ আবার বাড়তে পারে মোবাইল ট্যারিফ। IANS-এর রিপোর্ট অনুসারে, মতিলাল ওসওয়াল জানিয়েছে, “ট্যারিফ বৃদ্ধি আরও ঘন ঘন হবে বলে আশা করা হচ্ছে। ডিসেম্বর 2025-এ 15 শতাংশ দাম বৃদ্ধি পেতে পারে।” গ্রাহক পিছু গড় আয়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেখানে পৌঁছনোর জন্য এই পদক্ষেপ নিতে পারে সংস্থাগুলি। এক্ষেত্রে এয়ারটেলের ARPU ছাড়িয়ে যাবে 300 টাকা।

উল্লেখ্য, 2025 এর অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে টেলিকম সেক্টরের রাজস্ব বেড়েছে 13 শতাংশ। মতিলাল ওসওয়ালের রিপোর্ট অনুযায়ী, ত্রৈমাসিক 8 শতাংশ এবং বার্ষিক 13 শতাংশ হারে রাজস্ব বেড়েছে টেলিকম সেক্টরের। চলতি অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে সেক্টরের ভ্যালু 674 বিলিয়ন কোটি টাকা। দাম যত বাড়বে তত রাজস্ব বৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

ট্যারিফ বৃদ্ধিতে সবথেকে বেশি লাভ এয়ারটেলের

টেলকম সংস্থাগুলির মধ্যে, সবথেকে বেশি লাভবান হয়েছে ভারতী এয়ারটেল। গত পাঁচ বছরে সংস্থার গ্রাহক পিছু গড় আয় 2.2 গুণ বৃদ্ধি পেয়েছে। CAGR বৃদ্ধির হার 17 শতাংশ। ওসওয়ালের রিপোর্ট অনুযায়ী, ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও-এর ব্যয়বৃদ্ধি অব্যাহত থাকবে।

Tags:    

Similar News