Jio ইউজারদের জন্য বড় খবর, 19 টাকার ও 29 টাকার ডেটা প্ল্যানে এল বদল, রিচার্জের আগে জানুন
রিলায়েন্স জিও তাদের 19 টাকার ও 29 টাকার ডেটা ভাউচার প্যাকের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে। আগে 19 টাকার প্ল্যান বেস প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত ব্যবহার করা যেত। অর্থাৎ আপনি যদি 70 দিনের ভ্যালিডিটি প্ল্যান ব্যবহার করেন তাহলে 19 টাকার প্ল্যান ততদিন পর্যন্ত ব্যবহার করা যেত।;
Reliance Jio তাদের সস্তা দুটি রিচার্জ প্ল্যানে বদল আনলো। সংস্থাটি 19 টাকার ও 29 টাকার ডেটা ভাউচার আপডেট করেছে। উভয় প্ল্যান জিও গ্রাহকদের দৈনিক ডেটা শেষ হয়ে যাওয়ার পর অতিরিক্ত ডেটা চাহিদা মেটায়। উল্লেখ্য, Jio জুলাইয়ে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর 15 টাকার প্ল্যানের নতুন দাম হয় 19 টাকা এবং 25 টাকার প্ল্যানের নতুন দাম হয় 29 টাকা। এখন আবার এদের ভ্যালিডিটিতে পরিবর্তন আনা হয়েছে।
Jio আপডেট করল 19 টাকার ও 29 টাকার প্ল্যানে
রিলায়েন্স জিও তাদের 19 টাকার ও 29 টাকার ডেটা ভাউচার প্যাকের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে। আগে 19 টাকার প্ল্যান বেস প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত ব্যবহার করা যেত। অর্থাৎ আপনি যদি 70 দিনের ভ্যালিডিটি প্ল্যান ব্যবহার করেন তাহলে 19 টাকার প্ল্যান ততদিন পর্যন্ত ব্যবহার করা যেত।
কিন্ত এখন 19 টাকার জিও প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে 1 দিন করা হয়েছে। একই কথা প্রযোজ্য 29 টাকার প্ল্যানের ক্ষেত্রেও। 29 টাকার জিও ডেটা ভাউচার এখন 2 দিন ভ্যালিডিটি অফার করবে। তবে ভ্যালিডিটি কমানো হলেও প্ল্যানগুলিতে আগের মতোই ডেটা বেনিফিট পাওয়া যাবে।
জিও 19 টাকার প্রিপেড প্যাক
রিলায়েন্স জিও-র তরফে 19 টাকার প্রিপেড প্ল্যানের 1.5GB ডেটা পাওয়া যায়। এর ভ্যালিডিটি 1 দিন। আগে 15 টাকার প্ল্যানে 1 জিবি ডেটা দেওয়া হত। দাম বাড়ানোর পর 500 এমবি ডেটা বাড়ানো হয়।
জিও 29 টাকার প্রিপেড প্যাক
কোম্পানির নতুন 29 টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 2 দিন। এখানে 2.5GB ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। আগে 25 টাকার জিও প্ল্যানে 2GB ডেটা দেওয়া হত।