Jio -র ধামাকা রিচার্জ প্ল্যান, কেবল 601 টাকায় সারা বছর Unlimited 5G ইন্টারনেট ডেটা

Jio-র 601 টাকার আনলিমিটেড 5G ভাউচার উপভোগ করতে গ্রাহকদের কাছে ইতিমধ্যেই একটি কম্বো রিচার্জ প্ল্যান থাকতে হবে, যেখানে প্রতিদিন কমপক্ষে 1.5 GB 4G ডেটা পাওয়া যায়।;

Update: 2024-12-26 16:50 GMT

রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য সুখবর। Jio সম্প্রতি আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে চাওয়া গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। গোটা বছরের জন্য আসা মোবাইল ভাউচারের দাম 601 টাকা। এই প্ল্যানে জিও গ্রাহকরা সারা বছর ধরে আনলিমিটেড 5G ডেটা পাবেন। আর এই প্ল্যানটি আপনি আপনার নিজের জন্য বা আপনার বন্ধু বা পরিবারের জন্য রিচার্জ করতে পারেন।

Jio-র 601 টাকার রিচার্জ ভাউচার

জিওর এই আনলিমিটেড 5G ভাউচার উপভোগ করতে গ্রাহকদের কাছে ইতিমধ্যেই একটি কম্বো রিচার্জ প্ল্যান থাকতে হবে, যেখানে প্রতিদিন কমপক্ষে 1.5 GB 4G ডেটা পাওয়া যায়। উদাহরণস্বরূপ, আপনি জিওর 199 টাকা, 239 টাকা, 299 টাকা এবং এই রেঞ্জের অন্যান্য প্ল্যান রিচার্জ করতে পারেন। কিন্তু আপনি যদি জিওর দৈনিক 1 জিবি ডেটা বা 1,899 টাকার বার্ষিক রিচার্জ প্ল্যান ব্যবহার করেন, তাহলে এই ভাউচার আপনার কাজে আসবে না।

Jio-র 601 টাকার ভাউচারের সুবিধা

আপনি যখন 601 টাকার জিও ট্রু 5G গিফট ভাউচার রিচার্জ করবেন, তখন 12 টি আপগ্রেড ভাউচার পাবেন। মাই জিও অ্যাপের মাধ্যমে এগুলি ব্যবহার করা যাবে। এই ভাউচার রিডিম করলে গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা এবং প্রতিদিন 3 জিবি অতিরিক্ত 4G ডেটা উপভোগ করতে পারবেন। আর প্রতি ভাউচারের সর্বোচ্চ মেয়াদ 30 দিন। অর্থাৎ আপনার বেস প্ল্যানের ভ্যালিডিটি যদি 28 দিন হয়, তাহলে 28 দিনই সুবিধা পাবেন। এই প্ল্যানে মোট 12 টি এরকম ভাউচার পাওয়া যাবে, যার অর্থ আপনি 12 মাসের জন্য এই ভাউচারগুলি ব্যবহার করতে পারবেন।

কীভাবে রিচার্জ করবেন এই প্ল্যান

এর সুবিধা নিতে প্রথমে গ্রাহকদের জিওর অফিসিয়াল ওয়েবসাইট বা মাই জিও অ্যাপের মাধ্যমে 601 টাকার ডেটা ভাউচার রিচার্জ করতে হবে। প্রতিটি ভাউচার 1 মাসের জন্য ব্যবহার করা যাবে। এরপর মাই জিও অ্যাপের 'মাই ভাউচার' বিভাগে গিয়ে ভাউচারগুলি রিডিম করা যাবে।

জিও-র 601 টাকার ভাউচার এই প্ল্যানগুলির সঙ্গে কাজ করবে

জিও-র আনলিমিটেড 5G ভাউচার অনেক জনপ্রিয় রিচার্জ প্ল্যানের সাথে কাজ করবে। যেমন 199 টাকা, 239 টাকা, 299 টাকা, 319 টাকা, 329 টাকা, 579 টাকা, 666 টাকা, 769 টাকা এবং 899 টাকা।

আপনি এই ভাউচারটি উপহার দিতে পারেন

601 টাকার প্ল্যানটি কেবল আপনার জন্যই নয়, উপহার স্বরূপ বন্ধু বা পরিবারের সাথেও শেয়ার করা যাবে। আপনি এটি সরাসরি মাই জিও অ্যাপের মাধ্যমে বন্ধু বা পরিবারের জন্য রিচার্জ করতে পারবেন। তবে এটি উপহার দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে ব্যবহারকারী 1.5 জিবি বা তার বেশি ডেটার কোনো প্ল্যান ব্যবহার করেন।

Tags:    

Similar News