দৈনিক খরচ ৪ টাকার একটু বেশি, BSNL এর এই প্ল্যান রিচার্জ করলে সারাবছর নিশ্চিন্তে কলিং, ডেটা
BSNL প্ল্যানের দাম ১,৪৯৯ টাকা। আর এই বিএসএনএল রিচার্জ প্ল্যান ৩৩৬ দিনের ভ্যালিডিটি অফার করবে। এখানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে বিনামূল্যে সারাদিন ভয়েস কল করতে পারবেন।
সরকার মালিকানাধীন টেলিকম অপারেটর BSNL সস্তা রিচার্জ প্ল্যান অফার করার জন্য গ্রাহকদের মধ্যে প্রবল জনপ্রিয়। বিশেষ করে সংস্থার দীর্ঘমেয়াদি প্ল্যানগুলি অনেক কম দামে উপলব্ধ। যেখানে জিও, এয়ারটেল, ভিআই এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলির বার্ষিক প্রিপেইড প্ল্যানের দাম ২,০০০ টাকার কাছাকাছি এবং সেখানে সীমিত সুবিধা পাওয়া যায়। উল্টোদিকে BSNL ১,৫০০ টাকার কমেই ৩৩৬ দিনের প্ল্যান অফার করছে। আসুন এই রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
BSNL এর ৩৩৬ দিনের রিচার্জ প্ল্যান
এই প্ল্যানের দাম ১,৪৯৯ টাকা। আর এই বিএসএনএল রিচার্জ প্ল্যান ৩৩৬ দিনের ভ্যালিডিটি অফার করবে। এখানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে বিনামূল্যে সারাদিন ভয়েস কল করতে পারবেন। আবার ৩৩৬ দিন ধরে প্রত্যহ ১০০ এসএমএস পাওয়া যাবে। এছাড়া পাওয়া যাবে মোট ২৪ জিবি ইন্টারনেট ডেটা। অর্থাৎ গড়ে মাসে ২ জিবি ডেটা ব্যবহার করা যাবে। যদিও কেউ একদিনেও এই ডেটা শেষ করে দিতে পারে।
সেক্ষেত্রে তাকে ডেটা প্যাক রিচার্জ করতে হবে। বিএসএনএল এর এই প্ল্যান তাদের জন্য আদর্শ যারা কম দামে কলিং বেনিফিট সহ দীর্ঘদিনের ভ্যালিডিটি সহ কোনো রিচার্জ প্ল্যান খোঁজ করছেন। এখানে দৈনিক খরচ পড়বে মাত্র ৪.৪৬ পয়সা।
বিএসএনএল এর ১,৯৯৯ টাকার প্ল্যান
তবে কোনো গ্রাহক যদি বেশি ডেটা ব্যবহার করে তাহলে তার জন্য আছে ১,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান। এই অ্যানুয়াল প্ল্যানে রোজ ১.৫ জিবি ডেটা পাওয়া যায়। সাথে অন্যান্য অনেক বেনিফিট আছে। যেমন:
>> ৬০০ জিবি ইন্টারনেট ডেটা: ৩৬৫ দিনের এই প্ল্যানে রোজ ১.৫ জিবি ডেটা হিসেবে মোট ৬০০ জিবি ডেটা পাওয়া যাবে।
>> আনলিমিটেড কলিং ও এসএমএস: এখানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০ এসএমএস পাঠানোর সুবিধা দেওয়া হয়।