Jio গ্রাহকদের মাথায় হাত, 70 দিনের প্ল্যান BSNL এর থেকে প্রায় 500 টাকা বেশি

Update: 2024-11-17 06:45 GMT

দেশের টেলিকম বাজারে বৃহত্তম সংস্থা জিও হলেও, হাল ছাড়েনি BSNL। Jio, Airtel ও Vi এর সম্প্রতি মোবাইল রিচার্জের দাম বাড়ানোর সিদ্ধান্ত কিছুটা অক্সিজেন দিয়েছে সরকারি টেলিকম সংস্থাটিকে। কারণ খরচ বাঁচানোর জন্য প্রচুর মানুষ বিএসএনএল সিম কার্ড কিনতে শুরু করেছেন। এই মুহূর্তে যেসব গ্রাহক ৭০ দিনের মেয়াদ-সহ একটি ভালো রিচার্জ প্ল্যান নিতে চাইছেন তাদের জন্য কোনটা সেরা হবে - জিও নাকি বিএসএনএল? আসুন তুলনা দেখে নেওয়া যাক।

জিও’র সবথেকে সস্তা ৭০ দিনের প্রিপেইড প্ল্যান

দাম ৬৬৬ টাকা

আনলিমিটেড ভয়েস কলিং

১০৫ জিবি মোট ডেটা (প্রতিদিন ১.৫ জিবি)

দৈনিক ১০০টি SMS

জিও সিনেমা, জিও, ক্লাউড ও জিও টিভি সাবস্ক্রিপশন

বিএসএনএল’র সবথেকে সস্তা ৭০ দিনের প্রিপেইড প্ল্যান

দাম ১৯৭ টাকা

প্রথম ১৮ দিন আনলিমিটেড কলিং

প্রথম ১৮ দিন দৈনিক ২ জিবি ডেটা

প্রথম ১৮ দিন ১০০টি SMS

৭০ দিনই ফোন নম্বর অ্যাক্টিভ থাকবে

এই প্ল্যানের মেয়াদ ৭০ দিন হলেও, প্রথম ১৮ দিন বেশিরভাগ সুবিধাগুলি পাওয়া যাবে। বাকি ৫২ দিন ইনকামিং কলিং পরিষেবা পাওয়া যাবে। তবে পুরো তিন মাস কলিং, ডেটা ও SMS পরিষেবা পেতে চাইলে সংস্থার অন্যান্য প্ল্যানগুলিও নিতে পারেন, যেগুলির দামও বেশ সস্তা। এছাড়া রয়েছে টপ আপের সুবিধাও, যেগুলি আপনি সুবিধা মতো ব্যবহার করতে পারেন।

Jio ও BSNL এর ৭০ দিনের প্ল্যানের তুলনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, সরকারি টেলিকম সংস্থাটির রিচার্জ প্ল্যান অনেক সস্তা।

তবে ভালো নেটওয়ার্ক, সুবিধা এবং খরচের কথা ভেবে অন্য কোনও টেলিকমে পোর্ট করার আগে প্রয়োজনীয়তা যাচাই করা উচিত। নম্বর পোর্ট করার আগে ওই সংস্থার নেটওয়ার্ক পরিষেবা কেমন, দাম কত এবং দৈনিক ব্যবহারের জন্য জরুরি পরিষেবাগুলি রয়েছে কিনা দেখে নেওয়া উচিত। এক্ষেত্রে বিএসএনএল এখনও অনেকটাই পিছিয়ে।

উল্লেখ্য, ভোডাফোন আইডিয়া সম্প্রতি তাদের একটি প্রিপেইড প্ল্যানের ডেটার পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ডেটা ভাউচারের দাম ২৩ টাকা। আগে এতে পাওয়া যেত ১.২ জিবি ডেটা। এখন সেটা কমিয়ে করা হয়েছে ১ জিবি ডেটা।

Tags:    

Similar News