এক হয়ে গেল জিও ও হটস্টার! Jiostar ওয়েবসাইট চালু হলেও কাটল না ডোমেইন জট

জিও এবং হটস্টার একত্রিত হওয়ার খবর নিশ্চিত করল jiostar.com ওয়েবসাইট। কিন্তু দুই সংস্থার যৌথ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টারের ডোমেইন নিয়ে এখনও কাটল না জট।

Update: 2024-11-15 07:19 GMT

রিলায়েন্স এবং হটস্টার অবশেষে একত্রিত হল। এই খবর সামনে এসেছে দুই সংস্থার নতুন ওয়েবসাইট জিওস্টার ডট কম (jiostar.com) চালু হওয়ার পর। এই সাইটের ট্যাগলাইন একশো কোটি মানুষকে অনুপ্রাণিত করার জন্য একটি নতুন পথ তৈরি করা হল। যদিও এটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের ওয়েবসাইট হিসাবে আত্মপ্রকাশ করেনি। বরং সাধারণ ওয়েবপেজ হিসাবে সামনে এসেছে। তাই জিওহটস্টার ডোমেইনের মালিকানা নিয়ে যে জট রয়েছে তা এখনও কাটেনি।

দুই সংস্থার স্ট্রিমিং ওয়েবসাইট - জিওহটস্টার ডোমেইনের মালিকানা এখনও দুবাইয়ের ভাই-বোনের কাছে রয়েছে বলে খবর। দিল্লির ডেভেলপারের কাছ থেকে কিছুদিন আগে এই সাইটের ডোমেইন কেনে ভাই-বোন জয়নাম এবং জিভিকা। এর আগে রিলায়েন্সকে ডোমেইনটি ১ কোটির টাকার বিনিময়ে বিক্রি করার চেষ্টা করেছিলেন ওই যুবক। যদিও সেই প্রস্তাব নাকচ করে মুকেশ আম্বানির সংস্থা।

জিও-হটস্টার একত্রিতকরণ

জানা গিয়েছে, এই একত্রিতকরণ (Jio Hotstar Merge) হওয়ার ফলে এক ছাতার তলায় ১০০টি টিভি চ্যানেল এবং ২টি ওটিটি প্ল্যাটফর্মের পরিষেবা পাওয়া যাবে। দুই সংস্থার একত্রিতকরণ হয়েছে ৭০,৩৫২ কোটি টাকার বিনিময়ে। এই চুক্তির অধিনের রিলায়েন্সের ভায়াকম ১৮ এর মিডিয়া অপারেশন এবং জিও সিনেমা ও স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থাগুলিকে একত্রিত করা হয়েছে। এই যৌথ উদ্যোগে আরও ১১,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে রিলায়েন্স।

এই যৌথ উদ্যোগে চেয়ারপার্সন এবং ভাইস চেয়ারপার্সন নিযুক্ত করা হয়েছে নীতা আম্বানি এবং উদয় শংঙ্করকে। জানা গিয়েছে, এই জিওস্টারে ১০০টির বেশি টিভি চ্যানেল এবং ৩০ হাজার ঘণ্টা বার্ষিক টিভি কন্টেন্ট পরিষেবা পাওয়া যাবে। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওসিনেমা এবং হটস্টার মিলিত ভাবে ৫ কোটি সাবস্ক্রাইবার যোগ করবে প্ল্যাটফর্মে।

আলাদা বিভাগে তিনজন সিইও নিযুক্ত করা হয়েছে। বিনোদনের জন্য কেভিন ওয়াজ, ডিজিটাল অপারেশনের জন্য কিরণ মানি এবং স্পোর্টস বিভাগে সঞ্জোগ গুপ্তা ব্যবসা পরিচালনা করবেন। এই যৌথ উদ্যোগে ভায়াকম ১৮ এর কাছে থাকবে ৪৬.৮২ শতাংশ মালিকানা, ডিজনির কাছে ৩৬.৮৪ শতাংশ মালিকানা এবং রিলায়েন্সের কাছে ১৬.৩৪ শতাংশ মালিকানা।

Tags:    

Similar News