Vodafone Idea গ্রাহকদের জন্য সুখবর, আগামী মার্চের মধ্যে বসছে ৩,৩০০ নতুন টাওয়ার
২০২৫ সালের মার্চের মধ্যে ৩,৩০০ নতুন সাইট তৈরি করা হবে। এরফলে দেশের সর্বত্র ভোডাফোন আইডিয়ার নেটওয়ার্ক পাওয়া যাবে।
ভোডাফোন আইডিয়া (Vi)-র হয়ে কাজ শুরু করল নোকিয়া। দুই সংস্থার মধ্যে টেলিকম যন্ত্রাংশ সরবরাহ নিয়ে কিছু দিন আগেই চুক্তি হয়েছিল। সেই মতো এখন Vodafone Idea নোকিয়ার সাহায্য নিয়ে বিভিন্ন সার্কেলে লেটেস্ট বেসব্যান্ড ও রেডিও মডিউল সহ নেটওয়ার্ক বাড়ানোর কাজ শুরু করল। বুধবার নোকিয়ার তরফে ঘোষণা করা হয়েছে যে, ২০২৫ সালের মার্চের মধ্যে ৩,৩০০ নতুন সাইট তৈরি করা হবে। এরফলে দেশের সর্বত্র ভোডাফোন আইডিয়ার নেটওয়ার্ক পাওয়া যাবে।
এছাড়া নোকিয়া জানিয়েছে যে, ভারতে তৃতীয় বৃহৎ টেলিকম কোম্পানিটির ৪২,০০০ পুরানো সাইট তারা আপগ্রেড করবে এবং ২৫,০০০ এর বেশি স্পেকট্রাম ভিআই এর নেটওয়ার্কে ব্যবহার করা হবে। এরফলে ব্যান্ডউইথ ও ডেটা ক্যাপাসিটি বাড়বে। নোকিয়া আরও বলেছে, ইতিমধ্যেই তারা ১০০ শতাংশ স্পেকট্রাম ব্যান্ডউইথ সম্প্রসারণের কাজ সমাপ্ত করেছে। এছাড়া ৪০ শতাংশ আপগ্রেড ও ১৫ শতাংশ নতুন সাইট তৈরির কাজ শেষ হয়েছে।
এর পাশাপাশি ভোডাফোন আইডিয়ার হট স্পট কভারেজ বাড়ানোর জন্য কাজ করছে নোকিয়া। এরফলে গ্রাহকরা আরও ভালো কভারেজ পাবে এবং তাদের অভিজ্ঞতা ভালো হবে। নোকিয়া মনে করে যে, ভোডাফোন আইডিয়ার উচিত ২০২৫ সালে কভারেজ ও ক্যাপাসিটি সম্প্রসারণের উপর নজর দেওয়া এবং শহর থেকে গ্রাম প্রতিটি ক্ষেত্রে নেটওয়ার্ক পৌঁছে দেওয়া।
ভোডাফোন আইডিয়ার সিটিও জগবীর সিং বলেছেন, "আমরা নোকিয়ার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি যাতে ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে আমাদের ৪জি নেটওয়ার্ক কভারেজ ২ কোটি অতিরিক্ত গ্রাহকের কাছে প্রসারিত করা যায়। এর ফলে ৪জি নেটওয়ার্কের ক্যাপাসিটি ২৫ শতাংশ বৃদ্ধি পাবে, যার ফলে আমাদের ১৭টি সার্কেলের মধ্যে নয়টি সার্কেলের গ্রাহকরা আরও ভালো পরিষেবা পাবে।"
এদিকে নোকিয়া (ইন্ডিয়া)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি হেড তরুণ ছাবড়া জানিয়েছেন, "ভিআই-এর দীর্ঘদিনের কৌশলগত অংশীদার হিসেবে নোকিয়া এখন সংস্থার এলটিই নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। এর ফলে গ্রাহকরা উন্নত পরিষেবা পেতে চলেছে।"