Jio AI-Cloud Welcome Offer: বিনামূল্যে জিও গ্রাহকরা পাবে ক্লাউড স্টোরেজের সুবিধা, চলে এল ওয়েলকাম অফার

সম্প্রতি রিলায়েন্স জিও আনুষ্ঠানিক ভাবে তাদের গ্রাহকদের জন্য এআই ক্লাউড স্টোরেজ ওয়েলকাম অফার (Jio AI Cloud Storage Welcome Offer) লঞ্চ করেছে। যেখানে তারা ১০০ জিবি পর্যন্ত এআই ক্লাউড স্টোরেজ অফার করছে সম্পূর্ণ বিনামূল্যে।

Update: 2024-11-19 13:40 GMT

সম্প্রতি রিলায়েন্স জিও আনুষ্ঠানিক ভাবে তাদের গ্রাহকদের জন্য এআই ক্লাউড স্টোরেজ ওয়েলকাম অফার (Jio AI Cloud Storage Welcome Offer) লঞ্চ করেছে। যেখানে তারা ১০০ জিবি পর্যন্ত এআই ক্লাউড স্টোরেজ অফার করছে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও, তারা ব্যবহারকারীদের বিভিন্ন এআই ফিচারগুলির অ্যাক্সেসও প্রদান করছে সম্পূর্ণ বিনা খরচে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি তিন মাস আগে ৪৭ তম বার্ষিক সভা চলাকালীন এই অফার সম্পর্কে ঘোষণা করেছিলেন।

এই মুহূর্তে জিও এআই ক্লাউড স্টোরেজ ওয়েলকাম অফারটি কেবলমাত্র নির্বাচিত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। আর জিও ইতিমধ্যেই নির্বাচিত ব্যবহারকারীদের এসএমএসের মাধ্যমে এই সুবিধা অফার করা শুরু করেছে। এই অফারের অধীনে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ১০০ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ সহ এআই মেমোরি, এআই স্ক্যানার এবং ডিজি লকার-এর মতন একাধিক ফিচার সহ এআইয়ের কার্যকারিতাগুলির প্রাথমিক অ্যাক্সেস।

উল্লেখ্য বার্ষিক সাধারণ সভা চলাকালীন মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন যে, ব্যবহারকারীরা তাদের ফটো, ভিডিও, ডকুমেন্ট এবং অন্যান্য ডিজিটাল সামগ্রী সহ বিভিন্ন সংবেদনশীল ডেটা নিরাপদে রাখার জন্য ১০০ জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারবেন‌। আর এর জন্য ব্যবহারকারীদের কোনো রকম চার্জ প্রদান করতে হবে না।

এছাড়াও, তিনি আরো জানান যে, ভবিষ্যতে জিও তাদের গ্রাহকদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যে অতিরিক্ত স্টোরেজ অফার করবে। তবে তার আগে সংস্থাটি দীপাবলী থেকেই জিও এআই ক্লাউড ওয়েলকাম অফারটি দিতে শুরু করেছে।

অন্য একটি খবরে, সম্প্রতি রিলায়েন্স জিও এবং ওয়াল্ট ডিজনির ডিজনি স্টার একটি চুক্তি করেছে। এর ফলে জিও সিনেমা এবং জিও হটস্টার একত্রিত হয়ে জিও স্টার ডটকম (Jiostar.com) নামের একটি ওয়েবসাইট নিয়ে এসেছে। এর মাধ্যমে লাইভ চ্যানেল সহ বিভিন্ন ধরনের কনটেন্ট দেখা যাবে।

Tags:    

Similar News