Jio-র সেরার সেরা রিচার্জ প্ল্যান, ১১ টাকায় ১০ জিবি ইন্টারনেট ডেটা সুবিধা

জিও-র এই প্ল্যানটি আদতে একটি ডেটা প্যাক। মাত্র ১১ টাকা রিচার্জে গ্রাহকরা ১০ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা পাবেন। তবে মনে রাখবেন এই প্ল্যানের ভ্যালিডিটি ১ ঘন্টা।

Update: 2024-11-13 06:40 GMT

Jio New Rs 11 Plan Offers

Reliance Jio রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর গত জুলাই ও আগস্ট মাসে লক্ষ লক্ষ গ্রাহক হারিয়েছে। এই কারণে টেলিকম কোম্পানিটি নতুন নতুন রিচার্জ প্ল্যান এনে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে। এরমধ্যে একটি হল ১১ টাকার রিচার্জ প্ল্যান। এই প্রিপেড প্ল্যানটি তাদের জন্য আনা হয়েছে, যাদের বেশি ডেটা প্রয়োজন। আর BSNl, Vi এর মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছে এই ধরনের কোনো প্ল্যান নেই। আসুন জিও-র ১১ টাকার প্ল্যানের সুবিধা জেনে নেওয়া যাক।

জিও-র ১১ টাকার ডেটা রিচার্জ প্ল্যান

জিও-র এই প্ল্যানটি আদতে একটি ডেটা প্যাক। মাত্র ১১ টাকা রিচার্জে গ্রাহকরা ১০ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা পাবেন। তবে মনে রাখবেন এই প্ল্যানের ভ্যালিডিটি ১ ঘন্টা। অর্থাৎ ১ ঘন্টার মধ্যে ১০ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে। আর ১১ টাকার প্ল্যান রিচার্জ করার জন্য জিও-র কোনো কম্বো প্ল্যান সক্রিয় থাকতে হবে।

জানিয়ে রাখি, এয়ারটেলের একই ধরনের একটি প্রিপেড প্ল্যান অফার করে। অর্থাৎ এয়ারটেলের ১১ টাকার প্ল্যানেও ১০ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এখানেও এক ঘন্টা ভ্যালিডিটি পাওয়া যাবে। জিও ও এয়ারটেলের এই প্ল্যান তাদের জন্য আদর্শ যাদের দ্রুত কোনো বড় ফাইল ডাউনলোড করার দরকার বা সফটওয়্যার আপডেট করার দরকার‌।

এদিকে সরকার মালিকানাধীন টেলিকম অপারেটর বিএসএনএল ১৬ টাকার একটি ডেটা প্যাক নিয়ে এসেছে। এখানে এক দিনের ভ্যালিডিটি সহ ২ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়।

উপরের তিনটি প্ল্যানের কোনোটার সাথেই কলিং বেনিফিট দেওয়া হয় না। অথবা এখানে কোনো এসএমএস সুবিধা পাওয়া যায় না। আর আগেই বলেছি, এই প্ল্যানগুলি সক্রিয় কোনো কম্বো প্ল্যান ছাড়া ব্যবহার করা যায় না।

Tags:    

Similar News