Jio 5G নেটওয়ার্ক ব্যবহার করলে বাড়ে ৪০ শতাংশ ব্যাটারি লাইফ, দাবির পিছনে যুক্তি কি

Jio 5G Network Offer - কিরন থমাস জানিয়েছেন যে, রিলায়েন্স জিও হল ভারতের একমাত্র টেলিকম কোম্পানি যারা গ্রাহকদের 'ট্রু ৫জি' পরিষেবা দেয়। কারণ তারা স্ট্যান্ডঅ্যালোন ৫জি (এসএ) নেটওয়ার্ক আর্কিটেকচার অফার করে।

Update: 2024-11-11 06:48 GMT

Jio 5G Network Offer

আপনি যদিও রিলায়েন্স জিও-র ৫জি পরিষেবা ব্যবহার করেন তাহলে সুখবর। আপনার ফোনের ব্যাটারি লাইফ এই পরিষেবা ব্যবহারের কারণে ৪০ শতাংশ বেড়েছে। না এই দাবি আমাদের নয়! বরং রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের প্রেসিডেন্ট, কিরণ থমাস কোম্পানির ত্রৈমাসিক আয়ব্যয়ের হিসাব দেওয়ার সময় এমন মন্তব্য করেছে। এর পিছনে যুক্তিও দেখিয়েছেন তিনি। আসুন জেনে নেওয়া যাক কেন Jio-র ৫জি পরিষেবা ব্যবহার করলে আপনার ফোনের ব্যাটারি খরচ কম হয়।

Jio 5G ব্যবহারকারীদের ফোনের ব্যাটারি লাইফ বাড়ে ৪০ শতাংশ

কিরন থমাস জানিয়েছেন যে, রিলায়েন্স জিও হল ভারতের একমাত্র টেলিকম কোম্পানি যারা গ্রাহকদের 'ট্রু ৫জি' পরিষেবা দেয়। কারণ তারা স্ট্যান্ডঅ্যালোন ৫জি (এসএ) নেটওয়ার্ক আর্কিটেকচার অফার করে। অর্থাৎ ৫জি নেটওয়ার্ক আর্কিটেকচারের সাথে ৪জি নেটওয়ার্ক আর্কিটেকচারের কোনো সম্পর্ক নেই। এই কারণে ফোনের ব্যাটারি কম খরচ হয়। তাই রিলায়েন্স জিও ৫জি ব্যবহারকারীরা ৪০ শতাংশ বেশি ব্যাটারি ব্যাকআপ পান।

জিও ট্রু ৫জি

থমাস জিও ৫জি পরিষেবাকে কেন 'ট্রু ৫জি' দাবি করেছেন তারও ব্যাখ্যা দেন। তিনি বলেন, জিও বিশ্বাস করে সেটাই সঠিক নেটওয়ার্ক যেখানে বিভিন্ন স্পেকট্রাম ব্যবহার সহ আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো হয়। আধুনিক প্রযুক্তি বলতে স্ট্যান্ডঅ্যালোন (এসএ) আর্কিটেকচারকে তিনি বুঝিয়েছেন, যা বিশ্বের বড় বড় টেলিকম সংস্থা ব্যবহার করে।

স্ট্যান্ডঅ্যালোন (এসএ) আর্কিটেকচার ছাড়াও জিও তাদের ট্রু ৫জি নেটওয়ার্কে অন্যান্য অনেক প্রযুক্তি ব্যবহার করেছে। টেলিকম যন্ত্রাংশ সরবরাহকারীদের সাহায্য নিয়ে এই প্রযুক্তিগুলিকে আরও উন্নত করে জিও ৫জি পরিষেবার জন্য কাজে লাগানো হয়েছে। এছাড়াও জিও শহর থেকে গ্রাম প্রতিনিয়ত নতুন নতুন জায়গায় ৫জি পরিষেবা ছড়িয়ে দিচ্ছে বা আপগ্রেড করছে। এই কারণে গ্রাহকরা আরও উন্নত পরিষেবা পাচ্ছে।

এর পাশাপাশি থমাস জানিয়েছেন ট্রু জিও ভয়েস কলিং পরিষেবার কথা। একে কোম্পানি নাম দিয়েছে ভয়েস ওভার নিউ রেডিও (ভিওএনআর)। জিও প্রতিটি স্মার্টফোন কোম্পানির সাথে ফোনে ডিফল্টরুপে ভিওএনআর রাখার জন্য কাজ করছে। এরফলে গ্রাহকরা আরও ভালো কলিং পরিষেবা পাবে।

Tags:    

Similar News