বিএসএনএলের সুখের দিনে ভাগ বসাতে পারে সস্তায় জিও আনল ১১ মাসের রিচার্জ প্ল্যান

জিও'র মোবাইল রিচার্জের দাম বাড়ানোর ভরপুর সুযোগ নিয়েছে বিএসএনএল। পাল্টা দিতে গ্রাহকদের লম্বা সময়ের প্ল্যানে ফেরাতে চাইছে রিলায়েন্স। সেই লক্ষ্যে সম্প্রতি একটি নতুন প্রিপেইড প্ল্যান হাজির করেছে জিও।

Update: 2024-11-22 16:51 GMT

রিচার্জের দাম বেড়ে যাওয়ায় বহু মানুষ ক্ষুব্ধ। বেসরকারি সংস্থাগুলির এই সিদ্ধান্তের ভরপুর সুযোগ নিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। তবে পাল্টা দিতে নয়া ছক কষছে জিও। গ্রাহকরা যাতে লম্বা সময়ের জন্য মোবাইল রিচার্জ করেন সেই লক্ষ্যে সম্প্রতি ৩৩৬ দিনের (প্রায় ১১ মাস) একটি প্রিপেইড প্ল্যান হাজির করেছে মুকেশ আম্বানির সংস্থা।

জিও'র ৩৩৬ দিনের রিচার্জ প্ল্যান : খরচ ও সুবিধা

জিও'র প্ল্যানটির দাম রাখা হয়েছে ১,৮৯৯ টাকা। এতে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি SMS এবং মোট ২৪ জিবি ডেটা। ভ্যালিডিটি ৩৩৬ দিন। ইন্টারনেট বাদে বাকি সুবিধা দাম অনুযায়ী ঠিকই রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে যারা বেশি নেট ব্যবহার করেন তাদের জন্য অসুবিধা হতে পারে। কারণ পুরো ১১ মাস জুড়ে মোট ২৪ জিবি ডেটা পাওয়া যাবে।

দাম ও সুবিধার বিচারে এই প্ল্যানটি জিওকে ট্র্যাকে ফেরাতে পারে বলে মনে করছেন অনেকে। লম্বা সময়ের প্ল্যান নিতে গ্রাহকদের প্রলুব্ধ করার পরিকল্পনা করছে সংস্থা।

কলিং, SMS ও ডেটার পাশাপাশি ওটিটির সুবিধাও রয়েছে এখানে। এই প্ল্যান রিচার্জ করলে বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে জিওসিনেমা, জিওটিভি এবং জিওক্লাউডের। কম দামে প্রায় ১১ মাস ফোন চালু রাখার পাশাপাশি SMS ও ডেটার সুবিধা নিতে চাইলে এই প্রিপেইড প্ল্যানটি বিবেচনা করতে পারেন।

বিএসএনএলকে টেক্কা জিও'র

রিচার্জের দাম বৃদ্ধির পরে অনেকেই জিও ছেড়ে বিএসএনএলের দিকে ঝুঁকেছেন। কিন্তু বিএসএনএলের দুর্বল নেটওয়ার্ক পরিকাঠামো উদ্বেগ সৃষ্টি করেছে, যা লম্বা সময়ের জন্য কম দামি রিচার্জ প্ল্যান আনতে জিও-কে বাড়তি সাহস জুগিয়েছে। তবে দুর্ভাগ্যবশত, এই প্ল্যানে ৫জি ডেটা পাওয়া যাবে না।

১,৮৯৯ টাকার এই জিও প্ল্যানটি MyJio অ্যাপ ছাড়াও যে কোনও অনলাইন পেমেন্ট অ্যাপ থেকে রিচার্জ করতে পারবেন।

Tags:    

Similar News