Jio, Airtel এর গ্রাহক টানতে BSNL এর ধামাকা রিচার্জ প্ল্যান, নামমাত্র খরচে সিম সচল থাকবে সারাবছর
বিএসএনএল-এর এই সস্তা রিচার্জ প্ল্যানের দাম 1198 টাকা। এতে ব্যবহারকারীরা পুরো 365 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলির কথা বললে, গ্রাহকরা প্রতি মাসে 300 মিনিট কলিংয়ের জন্য পাবেন।;
ফের একবার বেসরকারি সংস্থা এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়ার গ্রাহক টানার পরিকল্পনা নিয়েছে BSNL। সরকারি সংস্থাটি আগামী বছর 4G পরিষেবা চালু করতে চলেছে। এর জন্য টিসিএসের সঙ্গে হাত মিলিয়েছে তারা। ভারত সঞ্চার নিগম লিমিটেডের 4G/5G পরিষেবা চালু করতে কাজ করছে টাটার তথ্যপ্রযুক্তি সংস্থাটি। টিসিএস সম্প্রতি জানিয়েছে যে BSNL ব্যবহারকারীরা শীঘ্রই 4G/ 5G পরিষেবা পাবেন। এই লক্ষ্যে সংস্থাটি 60 হাজারের বেশি নতুন 4G টাওয়ার বসিয়েছে, যাতে ব্যবহারকারীরা আরও ভালো নেটওয়ার্ক পায়।
জুলাই মাসে রিচার্জ প্ল্যানগুলি ব্যয়বহুল হওয়ার পর থেকে BSNL এর গ্রাহক ক্রমাগত বাড়ছে। অক্টোবরে, সংস্থাটি 3.5 লক্ষ নতুন গ্রাহক যুক্ত করেছে এবং এর মোট গ্রাহকের সংখ্যা 100 মিলিয়নের কাছাকাছি পৌঁছেছে। বেসরকারি সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কারণে গ্রাহকরা BSNL-এ তাদের নম্বর পোর্ট করছেন। আসলে সংস্থার কাছে একাধিক সস্তা রিচার্জ প্ল্যান আছে। এরমধ্যে একটি হল 1198 টাকার প্ল্যান।
BSNL-এর 365 দিনের প্ল্যান
বিএসএনএল-এর এই সস্তা রিচার্জ প্ল্যানের দাম 1198 টাকা। এতে ব্যবহারকারীরা পুরো 365 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলির কথা বললে, গ্রাহকরা প্রতি মাসে 300 মিনিট কলিংয়ের জন্য পাবেন। শুধু তাই নয়, ব্যবহারকারীদের প্রতি মাসে 3 জিবি ডেটা এবং পুরো মাসের জন্য 30 টি ফ্রি এসএমএসের সুবিধা দেওয়া হবে। বিএসএনএলের এই প্রিপেড রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা পাবেন। সাথে রয়েছে আনলিমিটেড ইনকামিং কলের সুবিধা।
ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্রিপেড রিচার্জ প্ল্যানটি বিশেষত সেইসব ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে যারা বিএসএনএলের সিমকে সেকেন্ডারি নম্বর হিসাবে ব্যবহার করেন এবং তাদের নম্বরটি সারা বছরের জন্য সক্রিয় রাখতে চান। বিএসএনএলের 300, 336 এবং 395 দিনেরও রিচার্জ প্ল্যান রয়েছে। এই রিচার্জ প্ল্যানগুলিতে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং, ডেটা, এসএমএস ইত্যাদির সুবিধা পান।