Free Mobile Recharge: তিনমাস বিনামূল্যে রিচার্জ পাওয়ার ভাইরাল মেসেজ পেয়েছেন? সত্যি নাকি মিথ্যা

ভাইরাল মেসেজে লেখা রয়েছে, প্রধানমন্ত্রীর ফ্রি রিচার্জ স্কিমের (PM Free Recharge Scheme) আওতায় সরকার আপনাকে বিনামূল্যে ৩ মাস মোবাইল চালানোর সুযোগ দিচ্ছে।

Update: 2024-12-04 10:09 GMT

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য অনেক জায়গায় একটি মেসেজ দ্রুত ভাইরাল হচ্ছে। এই মেসেজে বিনামূল্যে মোবাইল রিচার্জ পাওয়ার দাবি করা হচ্ছে। মেসেজে লেখা রয়েছে, প্রধানমন্ত্রীর ফ্রি রিচার্জ স্কিমের (PM Free Recharge Scheme) আওতায় সরকার আপনাকে বিনামূল্যে ৩ মাস মোবাইল চালানোর সুযোগ দিচ্ছে। আর আপনিও যদি এই মেসেজ পেয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বিনামূল্যে রিচার্জ পাওয়ার মেসেজের সত্যতা

পিআইবি ফ্যাক্ট চেক জানিয়েছে যে, ভাইরাল হওয়া ফ্রি রিচার্জের মেসেজটির কোনো সত্যতা নেই। সরকারের তরফে এমন কোনও প্রকল্পের ঘোষণা করা হয়নি‌। তাই ভাইরাল হওয়া এই দাবি সম্পূর্ণ ভুয়ো।

পিআইবি একটি টুইটে লিখেছে, 'সরকারের নামে ভাইরাল হওয়া এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো বার্তা। এজন্য সতর্ক থাকতে হবে। এই মেসেজের সাথে দেওয়া লিংকটি ফিশিংয়ের সাথে সম্পর্কিত। এই লিংকে ক্লিক করলেই আপনি একটি ভুয়া ওয়েবসাইটে পৌঁছে যাবেন, যেখানে আপনার কাছ থেকে তথ্য নিয়ে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলা হতে পারে।

ভুয়া মেসেজ নিয়ে অভিযোগ করবেন যেভাবে

আপনি যদি এই ধরনের ভুয়ো মেসেজ সম্পর্কে অভিযোগ করতে চান তবে আপনি হোয়াটসঅ্যাপে +91879971159 নম্বরে মেসেজ করে অভিযোগ জানাতে পারেন। এ ছাড়া factcheck@pib.gov.in ওয়েবসাইটেও অভিযোগ করতে পারেন।

ভুয়া মেসেজ চেনার উপায়

ভুয়ো মেসেজ শনাক্ত করা জরুরি। আপনি যদি কোনও মেসেজে টাকা বা উপহারের প্রলোভন দেখেন, তাহলে বুঝতে হবে এটি ভুয়ো হতে পারে। আবার ভুয়ো মেসেজে যদি লিংক দেওয়া থাকে, তাহলে সেটি সঠিক লিংক কিনা যাচাই করে নিয়ে তবেই ক্লিক করুন। এছাড়া মেসেজে যদি কোনো ভাষাগত ত্রুটি নজরে পড়ে তাহলে সেটি ভুয়ো হতে পারে।

Tags:    

Similar News