স্প্যাম মেসেজ থেকে মুক্তি! Vodafone Idea-র পদক্ষেপে হাঁফ ছেড়ে বাঁচল গ্রাহকরা

স্প্যাম কল ও মেসেজ রুখতে এবার এআই টুল আনল ভোডাফোন আইডিয়া। এই সিস্টেম চালিত স্প্যাম ব্যবস্থাপনা সমাধান চালু করেছে৷ সিস্টেমটি রিয়েল-টাইমে এসএমএস বিশ্লেষণ করে স্প্যাম শনাক্ত করবে।

Update: 2024-12-04 09:10 GMT

স্প্যাম রুখতে এবার কঠোর ব্যবস্থা নিল Vodafone Idea। এআই-কে হাতিয়ার করে নয়া রিয়েল-টাইম সিস্টেম চালু করেছে টেলিকম সংস্থাটি। এই সিস্টেম ব্যবহারকারীদের ফোনে আসা SMS বিশ্লেষণ করে সেগুলি স্প্যাম কিনা তার প্যাটার্ন শনাক্ত করবে। গ্রাহকদের নিরাপদ পরিষেবা দেওয়ার জন্য এই ব্যবস্থা চালু করেছে ভিআই।

সিস্টেমটি চালু হওয়ার পর ইতিমধ্যে ২.৪ কোটির বেশি স্প্যাম মেসেজকে শনাক্ত করেছে এআই।

কীভাবে কাজ করবে Vi AI সিস্টেম?

প্রশিক্ষিত এআই অ্যালগরিদম ইনকামিং এসএমএস ক্রমাগত বিশ্লেষণ করবে। তারপর প্রতারণামূলক লিঙ্ক, অননুমোদিত প্রচার এবং পরিচয় চুরির প্রচেষ্টা-সহ সম্ভাব্য হুমকিগুলো শনাক্ত করবে। সঙ্গে চলবে রিয়েল-টাইম মনিটরিং। সন্দেহজনক কার্যকলাপ চিহ্নিত হলে অবিলম্বে পদক্ষেপ নেবে।

ভিআই-এর এই সিস্টেম প্যাটার্ন চিহ্নিত করার কাজ করবে। অত্যাধুনিক মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে, ভবিষ্যদ্বাণীমূলক সিস্টেম ইনকামিং ডেটা প্যাটার্ন, যেমন ফিশিং লিঙ্ক, অস্বাভাবিক প্রেরকের বিবরণ এবং স্প্যাম বার্তাগুলিতে ব্যবহৃত বাক্যগুলির শনাক্ত করবে সিস্টেমটি।

সংস্থার দাবি, যত সময় যাবে ও যত বেশি প্যাটার্ন শনাক্ত করবে এআই তত বেশি দক্ষ হয়ে উঠবে সিস্টেমটি। কোনও মেসেজ স্প্যাম হিসাবে চিহ্নিত হলে 'সন্দেহজনক স্প্যাম' হিসাবে ট্যাগ করা হবে, যাতে ব্যবহারকারীদের তৎক্ষণাৎ সতর্ক করা যায়। মেশিন লার্নিংয়ের মাধ্যমে এটি ক্রমাগত নতুন স্প্যাম প্রবণতার সাথে খাপ খাইয়ে নিতে পারে। পাশাপাশি সময়ের সঙ্গে আরও নির্ভুল এবং কার্যকার হয়ে উঠবে সিস্টেমটি।

ভোডাফোন আইডিয়ার এই প্রচেষ্টা গ্রাহকদের সন্দেহজনক স্প্যাম মেসেজগুলি সম্পর্কে সচেতন করবে। তাদের সম্ভাব্য ফিশিং এবং স্ক্যাম প্রচেষ্টা থেকে রক্ষা করবে। তাছাড়া পরিষেবাটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং গ্রাহকদের কোনও সেটআপ, অ্যাপ ইনস্টলেশন বা অর্থপ্রদান করতে হবে না।

Tags:    

Similar News