সারা বছর বিনামূল্যে দেখুন লাইভ খেলা, সিনেমা ও ওয়েব সিরিজ, Reliance Jio আনল Prime Video Yearly প্ল্যান

By :  techgup
Update: 2023-10-24 09:39 GMT

ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম অপারেটর হলো Reliance Jio। এই টেলকোটি তাদের গ্রাহক সংখ্যা বাড়াতে এবং জনপ্রিয়তা ধরে রাখতে মাঝে মাঝেই বিভিন্ন অতিরিক্ত সুবিধা সহ নতুন প্ল্যান লঞ্চ করে থাকে। সম্প্রতি এই টেলিকম অপারেটরটি OTT সুবিধা সহ একটি বার্ষিক প্ল্যান (Jio Prime Video Yearly Plan) লঞ্চ করেছে। যে প্ল্যানটি Netflix, Disney+ Hotstar, SonyLIV Plans, ZEE5 Plans এবং ZEE5-SonyLIV-এর মতো একগুচ্ছ ওটিটি প্ল্যাটফর্ম দেখতে দেবে, তাও আবার সম্পূর্ন ৩৬৫ দিনের জন্য। বর্তমানে এমন অনেক গ্রাহকই আছেন যারা প্রিপেড প্ল্যানের সুবিধার সাথে বিভিন্ন OTT কনটেন্ট উপভোগ করতে চান। মূলত তাদের জন্যেই এই প্যাক নিয়ে আসা হয়েছে।

Jio Prime Video Yearly Plan (জিও প্রাইম ভিডিও প্ল্যান)

জিও প্রাইম ভিডিও বার্ষিক প্ল্যান এর দাম ৩,২২৭ টাকা। এখানে গ্রাহকদের প্রত্যেক দিন ২ জিবি ডেটা অফার করা হয়। এছাড়াও, দৈনিক ডেটা সীমা অতিক্রম করার পর ৬৪ কেবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে। আবার এতে গ্রাহকেরা পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রত্যেকদিন ১০০টি এসএমএস-এর সুবিধা।

আর অতিরিক্ত সুবিধা হিসেবে এই ৩২২৭ টাকার বার্ষিক প্ল্যানে প্রাইম ভিডিও মোবাইল এডিশন, জিও টিভি, জিও সিনেমা সহ একাধিক বান্ডিল সার্ভিসও অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, জিওর এই প্ল্যানে গ্রাহকেরা ৫জি কভারেজ যুক্ত এলাকায় আনলিমিটেড ৫জি নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন।

প্রসঙ্গত, এছাড়াও Jio কম দিনের ভ্যালিডিটি সহ আরো অন্যান্য ওটিটি বান্ডিল প্ল্যান লঞ্চ করেছে, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন সুবিধা সহ ওটিটি কন্টেন্ট উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, এই টেলিকম সংস্থাটি সম্প্রতি Jio Bharat B1 নামের একটি ফোনও লঞ্চ করেছে। পাশাপাশি, টেলকোটি JioBook ল্যাপটপের মূল্যও হ্রাস করেছে।

Tags:    

Similar News