১২ ঘণ্টা FREE ইন্টারনেট! Jio, BSNL-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল Vodafone Idea

বিনামূল্যে দিনের অর্ধেক সময় আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে Vodafone Idea। এই প্ল্যান সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে জিও, এয়ারটেল এবং বিএসএনএলকে।;

Update: 2024-12-10 08:19 GMT

ফ্রি জিনিস সহজে হাতছাড়া করতে চায় না কেউ। তার উপর সেটা যদি ইন্টারনেট হয় তাহলে তো কথাই নেই। আসলে Jio, Airtel, BSNL-কে টক্কর দেওয়ার জন্য ১২ ঘণ্টা বিনামূল্যে ইন্টারনেট অফার করার সিদ্ধান্ত নিল Vodafone Idea। সম্প্রতি মোবাইল রিচার্জের যা দাম বেড়েছে, তাতে খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন জনসাধারণ। এই পরিস্থিতিতে বিনামূল্যে ইন্টারনেট স্বস্তির নিশ্বাস হতে পারে।

ভোডাফোন আইডিয়ার নতুন ‘Super Hero প্ল্যান’ এর আওতায় এই সুবিধা পাওয়া যাবে। দিনের অর্ধেক সময় বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। এমন সময়ে প্ল্যানটি চালু করা হয়েছে, যখন BSNL-এর কম দামের রিচার্জ প্ল্যানগুলি গ্রাহকদের আকৃষ্ট করতে শুরু করেছে। এই নতুন সুপার হিরো প্ল্যান BSNL-এর কাছে একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।

কতক্ষণ বিনামূল্যে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে?

আপনি যদি প্রায়শই ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে এই প্ল্যানটি লাভজনক হতে পারে। বর্তমানে, Vodafone Idea একটি অনুরূপ প্ল্যান অফার করছে, যা মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা প্রদান করে। তবে নতুন প্ল্যানে সুবিধা আরও বাড়ানো হয়েছে। ব্যবহারকারীরা মধ্যরাত থেকে পরের দিন দুপুর পর্যন্ত আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন এখন।

এর মানে হল, রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যতখুশি ডেটা ব্যবহার করা যাবে। এই আনলিমিটেড ডেটা উপভোগ করার জন্য আলাদা কোনও চার্জ দিতে হবে না। এটি স্বয়ংক্রিয়ভাবে প্ল্যানের সঙ্গে যুক্ত হবে। প্রতিদিন ২ জিবি বা তার বেশি ডেটা প্রদান করে এমন প্ল্যান থাকলে সুবিধাটি পাওয়া যাবে। এর জন্য আপনাকে নূন্যতম ৩৬৫ টাকা রিচার্জ করতে হবে মোবাইলে।

প্রসঙ্গত, Vi-এর এই প্ল্যানের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হল উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধা। এর মানে হল আপনি যদি সপ্তাহে আপনার সমস্ত ডেটা ব্যবহার না করেন, তাহলে সপ্তাহের শেষে অবশিষ্ট ডেটা ব্যবহার করতে পারবেন। উপরন্তু, ডেটা ডিলাইট নামে একটি সহায়ক অফারও রয়েছে, যা আপনাকে Vi অ্যাপ ব্যবহার করে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই দু’বার ২ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করার অনুমতি দেয়।

Tags:    

Similar News