এবারের Amazon Sale-এর সেরা অফার: 40000 টাকা ছাড়ে মিলছে Sony-র প্রিমিয়াম 55 ইঞ্চি Smart TV
তেমন বিশেষ উপলক্ষ্য না থাকলেও, আজ মধ্যরাত থেকে Amazon-এ শুরু হয়েছে Prime Day Sale। প্ল্যাটফর্মটির মেম্বারশিপ থাকলেই দুদিনব্যাপী এই সেলের অ্যাক্সেস পাওয়া যাবে। আর এখানে টিভি থেকে শুরু করে নানাবিধ ইলেকট্রনিক্স এবং আরও অন্যান্য প্রোডাক্ট সস্তায় কেনা যাবে। বিশেষ করে আপনি যদি দীর্ঘদিন ধরে একটি বড় স্ক্রিন এবং প্রিমিয়াম ফিচারওয়ালা স্মার্ট টিভি কেনার পরিকল্পনা করে থাকেন, কিন্তু দামের জন্য আপনাকে বারবার পিছিয়ে আসতে হয় – তাহলে Amazon Prime Day Sale-ই হতে পারে আপনার ইচ্ছেপূরণের চাবিকাঠি! আসলে এই সেলে Samsung, Sony, LG, Redmi-র মতো নামী ব্র্যান্ডের ৫৫ ইঞ্চি সাইজের টিভি অফারে অনেক কম খরচে কেনা যাবে; এক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন ৬০% পর্যন্ত ছাড়ের সুবিধা। অতএব বাড়িকে থিয়েটার বানাতে হলে এক নজরে দেখে নিন সেলের পাঁচটি সেরা অফার।
লাইভ হয়েছে Amazon Sale, এই ৫৫ ইঞ্চি স্মার্ট টিভিগুলি পাবেন অবিশ্বাস্য ছাড়ে
১. Redmi 55-inch Smart LED TV X55: অ্যামাজন প্রাইম ডে সেলে রেডমির এই স্মার্ট টিভিটি ৩২,৯৯৯ টাকার বদলে আপনার হতে পারে, যার এমআরপি (MRP) ৫৪,৯৯৯ টাকা।
ফিচার বলতে এই টিভিতে ৪কে এইচডিআর (4K HDR), ডলবি ভিশন (Dolby Vision) এবং এইচডিআর১০+ (HDR10+)-এর সাপোর্ট রয়েছে। আছে ডলবি অডিও প্রযুক্তিও।
২. VU GloLED Series 4K Smart LED Google TV: ৬৫,০০০ টাকা মূল্যের এই টিভিটি ৩৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
এই টিভিতে আছে ডলবি অ্যাটমস প্রযুক্তির সাথে ১০৪ ওয়াট চারটি স্পিকার।
৩. LG 4K Ultra HD Smart LED TV: এই টিভিটি কিনতে হলে আপনাকে ৮৪,৯৯০ টাকার বদলে ৪৮,৯৯০ টাকা খরচ করতে হবে। এতে ২,৩৪১ টাকার এক্সচেঞ্জ অফারও উপলব্ধ।
এই টিভিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, ২০ ওয়াট স্টেরিও স্পিকারের সাথে অ্যামাজন অ্যালেক্সা সাপোর্ট বর্তমান।
৪. Sony Bravia 4K Ultra HD Smart LED TV: এই স্মার্ট টিভিটির এমআরপি ৯৯,৯৯০ টাকা। কিন্তু সেলে এটি ৫৫,৯৯০ টাকায় মিলবে, আবার আইসিআইসিআই (ICICI) এবং এসবিআই (SBI) ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করলে ২,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
এই টিভিতে ডলবি অডিও সমর্থনসহ ২০ ওয়াট স্পিকার রয়েছে।
৫. Samsung Frame Series 4K Smart QLED TV: এই প্রিমিয়াম স্মার্ট টিভিটির দাম এমনিতে ৮৬,৯৯০ টাকা, কিন্তু অ্যামাজন সেলে ৮০,২৪০ টাকায় কেনা যাবে। এতে নির্দিষ্ট ব্যাঙ্ক অফার এবং ৩,৩৬০ টাকার এক্সচেঞ্জ অফার উপলব্ধ।