GST on Cable TV Service: মোবাইলের পর টিভি দেখার খরচ বাড়ছে, ১৮ শতাংশ জিএসটি চাপাচ্ছে সরকার

Update: 2024-10-26 13:23 GMT

মোবাইল রিচার্জের খরচ বাড়ার পর এবার টিভি দেখার খরচ বাড়ছে। কারণ সরকার কেবল টেলিভিশন পরিষেবার উপর ১৮ শতাংশ জিএসটি (GST) চাপাতে চলেছে। সরকারের এই সিদ্ধান্তে মোটেই খুশি নয় আমজনতা। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ইতিমধ্যেই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে শুরু করেছে। উল্লেখ্য গত জুলাইয়ে মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছিল জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো বেসরকারি টেলিকম সংস্থা। যেকারণে দলে দলে মানুষ মোবাইল খরচ কমাতে BSNL সিম ব্যবহার করতে শুরু করেছে। যদিও কেবলের থেকে সস্তা এই মুহূর্তে আর কোনো বিকল্প আমজনতার হাতে নেই। ফলে বিনোদনের জন্য এবার বেশি অর্থ ব্যয় করা ছাড়া আর কোনো উপায় থাকলো না বলেই মনে হচ্ছে।

কেবল টেলিভিশন পরিষেবার উপর ১৮ শতাংশ জিএসটি চাপাচ্ছে সরকার

সরকারের তরফে কেবল টেলিভিশন পরিষেবার উপর ১৮ শতাংশ জিএসটি (GST on Cable TV Service) চাপানোর ঘোষণা করার পর তামিলনাড়ু সহ দেশের বিভিন্ন অংশে প্রতিবাদে সামিল হয়েছে মানুষ। সরকারের পাশাপাশি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) চ্যানেল ট্যারিফ বাড়াতে চাইছে বলে জানা গেছে। যেকারণে লোকাল কেবল অপারেটররাও ক্ষোভ দেখাতে শুরু করেছে। তারা জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার আবেদন করেছে। যদিও সরকার বা ট্রাই এখনও দাবি মেনে নেওয়ার মতো কোনো মনোভাব পোষণ করেনি।

ফলে নয়া সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষের টিভি দেখার খরচ অনেকটাই বেড়ে যাবে। উদাহরণস্বরূপ, আগে সাধারণ কেবল টিভি সাবস্ক্রিপশনের জন্য যেখানে ৫০০ টাকা খরচ করতে হত, এখন অতিরিক্ত জিএসটির চাপার কারণে প্রতি মাসে ৫৯০ টাকা ব্যয় করতে হবে। এলফলে অনেকেই টিভি দেখা বন্ধ করতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম আসার পর ভারতে কেবল ও ডাইরেক্ট-টু-হোম (ডিটিএইচ) গ্রাহক অনেকটাই কমে গেছে। মূলত যারা তুলনামূলকভাবে কম অর্থ ব্যয় করে সমস্ত ধরনের চ্যানেল দেখতে চান তারাই কেবল টিভি ব্যবহার করে। কিন্তু সরকার জিএসটি বাড়ালে কেবল ও ডাইরেক্ট-টু-হোম (ডিটিএইচ) গ্রাহক আরও কমবে। ফলে সংশ্লিষ্ট সংস্থাগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন দেখার আমজনতার প্রতিবাদে সাড়া দিয়ে সরকার কেবল টিভি পরিষেবার উপর থেকে জিএসটি কমায় কিনা।

Tags:    

Similar News