14 হাজার টাকার কমে 43 ইঞ্চির বড় Smart TV, ঘর মনে হবে থিয়েটার

By :  techgup
Update: 2023-06-05 07:24 GMT

আপনি যদি কম দামে একটি বড় স্ক্রিনের স্মার্ট টিভি (Smart TV) কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আপনার জন্য সুসংবাদ রয়েছে। Flipkart কম দামে Infinix Y1 43 inch Smart TV কেনার সুযোগ দিচ্ছে। প্রায় অর্ধেক দামে কেনা যাবে এই টিভিটি। Infinix Y1 43 inch Smart TV-র এমআরপি ২৪,৯৯৯ টাকা। তবে এটি এখন ১৪,০০০ টাকার কম দামে কেনা যাবে।

Infinix Y1 43 inch Smart TV এর উপর অফার

ইনফিনিক্স স্মার্ট টিভির দাম ২৪,৯৯৯ টাকা হলেও ফ্লিপকার্টে ৩৮ শতাংশ ছাড়ের পর এটি ১৫,৪৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। আবার এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১,২৫০ টাকা ছাড় পাওয়া যাবে।

শুধু তাই নয়, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১০ শতাংশ (সর্বোচ্চ ১,২৫০ টাকা) ডিসকাউন্ট মিলবে। আবার পুরানো টিভি এক্সচেঞ্জ করলে ৭,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

Infinix Y1 43 inch Smart TV এর স্পেসিফিকেশন ও ফিচার

Infinix Y1 টিভিতে ৪৩ ইঞ্চি ফুল এইচডি এলইডি ডিসপ্লে রয়েছে, যা ১৯২০×১০৮০ পিক্সেল রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লেটি ৩০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা অফার করবে।

আবার Infinix Y1 স্মার্ট টিভিতে প্রাইম ভিডিও, নেটফ্লিক্স এবং ইউটিউবের মতো অ্যাপ্লিকেশনও সমর্থন করবে। আবার এটি ডলবি অডিও এবং ২০ ওয়াট সাউন্ড আউটপুট অফার করবে।

Tags:    

Similar News